শিরোনাম
◈ ‘লোইটারিং মিউনিশনস’ দিয়ে পাকিস্তানে হামলা করেছে ভারত ◈ ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাৎক্ষণিক যেসব পদক্ষেপ নিলো পাকিস্তান ◈ পাকিস্তানের পালটা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা: ডলারের বিপরীতে দাম কমল ভারতীয় রুপির ◈ শেখ হাসিনার 'উস্কানি': ঝটিকা মিছিলে বিপাকে আওয়ামী লীগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা ◈ পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের পাশে ইসরাইল! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লি‌গের ফাইনালে ইন্টার মিলান  ◈ ভারত-পাকিস্তান সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ ◈ সামরিক শক্তিতে ভারত-পাকিস্তানের মধ্যে কে এগিয়ে? ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে যা জানিয়েছে ভারত

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৩:০৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ পোশাক কারখানা ভাঙচুর ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায, আটক ৪৫

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভেতরে দু’টি পোশাক কারখানায় ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানান নারায়ণগঞ্জের শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকশ লোক সিদ্ধিরগঞ্জের আদমজীতে ইপিজেডের সামনে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে মিছিল করছিলেন। মিছিলটি এক পর্যায়ে ইপিজেডের ভেতরে ঢুকে যায় এবং সেখানের কারখানার শ্রমিকদেরও মিছিলে যোগ দেয়ার অনুরোধ জানান। কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে মিছিলে যোগ না দেয়ায় ভাঙচুর শুরু করেন মিছিলকারী লোকজন।

পুলিশ পরিদর্শক সেলিম বাদশা বলেন, ইপিজেডের ভেতরে ইউনেস্কো বিডি লিমিটেড ও অনন্ত হুয়াশিং লিমিটেড নামে দুটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাট চালান তারা। এসময় আশেপাশের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

পরে শিল্প পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

নারায়গঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, জেলা পুলিশ ঘটনাটি পরে জেনেছে। ইপিজেডে কুইক রেসপন্স করেছে র‍্যাব ও সেনাবাহিনী। পরবর্তীতে সেনাবাহিনী ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলেও জানান তিনি।

এ ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র কাজ করতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

তিনি বলেন, ফিলিস্তিন ইস্যু তো নিরপেক্ষ ইস্যু। এ মিছিলে তো সব দলের লোকজন থাকেন। কেউ অন্য কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটি করেছে কিনা পুলিশ সেটি তদন্ত করবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। উৎস: যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়