অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর মিলিয়ে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। আর এই ঘটনার পরই নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতে নির্বিচারে গুলি-গোলা বর্ষণ শুরু করেছে পাকিস্তানি সেনা। এই আবহে ভারতের ৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা। যদিও এখনও পর্যন্ত কোনও জওয়ান শহিদ হননি বলেই জানা গিয়েছে। (PTI)
জানা গিয়েছে, মেন্ধরের মানকোট সেক্টরে পাকিস্তান যে আর্টিলারি শেলিংয়ের হামলা চালিয়েছে তাতে মৃত্যু হয়েছে রুবি কউরের। এদি কুপওয়ারাতেও মর্টার শেলিং হয়েছে। সেখানে ত্রিভোনি শিখ গ্রামে এবং তঙ্গধারে ৩টি বাড়ি ধ্বংস হয়েছে পাকিস্তানি শেলিংয়ে। এছাড়া আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর যোগ্য জবাব দিচ্ছে ভারতও। (PTI)
উল্লেখ্য, পহেলগাঁওতে পাকিস্তানের মদতে ইসলামি জঙ্গিরা ধর্ম জিজ্ঞেস করে মেরেছিল পর্যটকদের। সেই জঙ্গি হামলায় মুছে গিয়েছে অনেকের সিঁদুর। এর 'বদলা' নিতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। গভীর রাতে পাকিস্তানের এই আস্তানাগুলিতে হামলা চালিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতীয় সেনা যে পদক্ষেপ করেছে, তাতে পাকিস্তানি সেনা বা অসামরিক কোনও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। (PTI)