‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে অন্তত ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। দেশটির দাবি, এসব ঘাঁটি থেকে ভারতের অভ্যন্তরে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হচ্ছিল। খবর বিবিসির।
পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানে চালানো সামরিক অভিযানকে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিহিত করেছে ভারত।
বিবৃতিতে বলা হয়, ‘ভারতের পদক্ষেপ ছিল লক্ষ্যভিত্তিক, পরিমিত এবং উত্তেজনা উসকে দেওয়ার উদ্দেশ্যে নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি। লক্ষ্য নির্ধারণ এবং অভিযান পরিচালনায় ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।’
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য কেবল সন্ত্রাসবাদবিরোধী অবকাঠামো ধ্বংস করা।
এর আগে গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির হয়। এরপর থেকেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।