শিরোনাম
◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ভারতীয় উপহার আইসিইউ এম্বুল্যান্স

কাজী রাশেদ, চান্দিনা ( কুমিল্লা ) : কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ভারতীয় উপহার আইসিইউ এম্বুল্যান্সটি। ভারতীয় সরকার বাংলাদেশের আইসিইউ রোগীদের পরিবহনের সেবায় বাংলাদেশে ১২টি (সম্ভবত) এম্বুল্যান্স উপহার দেন। এর মধ্য থেকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ১টি বরাদ্ধ করেন তৎকালীন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ প্রান গোপাল দত্ত। 

সেই লক্ষ্যে ২০২২ সালের ১২ জানুয়ারি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডিপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ।কিন্তু হস্তান্তরের তিন বছর পার হলেও এ পর্যন্ত কোন রোগী পরিবহন করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

এ কারণে এটি পড়ে থেকে অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে।এব্যাপারে চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আইসিইউ এম্বুল্যান্স ব্যবহার করতে হলে সাথে দেয়ার জন্য আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন যা আমাদের হাসপাতালে নিয়োগ নেই।এছাড়া এটি সহ তিনটি এম্বুল্যান্স থাকলেও এম্বুল্যান্স চালক রয়েছে মাত্র একজন। যেহেতু ডাক্তার, চালক সংকট আপনারা আইসিইউ এম্বুল্যান্সটির জন্য আইসিইউ বিশেষজ্ঞ ডাক্তার এবং চালকের চাহিদা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ডিডি বরাবর লিখিত চাহিদা দিয়েছি সবাই জানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়