শিরোনাম
◈ ঢাকায় চীনের ভিসা অফিস ৮ দিন বন্ধ থাকবে ◈ রাশিয়া-কানাডা থেকে ৩৩২ কোটি টাকার সার কিনছে সরকার ◈ ধামরাইয়ে বিশেষ অভিযানে ৩১লাখ টাকার হেরোইন সহ গ্রেপ্তার ৩।  ◈ হ্যান্ডশেক বিতর্কে ৪৮ ঘণ্টা পর পাকিস্তানের অভিযোগ উড়িয়ে কড়া জবাব দি‌লো ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে ইসরায়েলের বিরু‌দ্ধে ম্যাচের টিকিট বিক্রির টাকা ফিলিস্তিনে দান করবে নরওয়ে ◈ জাতিসংঘের এলডিসি উত্তরণের পথে বাংলাদেশ, সতর্ক থাকবার বার্তা তারেক রহমানের ◈ নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না: সালাহউদ্দিন আহমদ ◈ গণআন্দোলন রুখতে কড়া প্রস্তুতি: গবেষণায় নামছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো ◈ জাপানে জনশক্তি রপ্তানিতে নতুন উদ্যোগ: ‘জাপান ডেস্ক’ চালু, ভাষা প্রশিক্ষণ ও কর্মসংস্থানে বিস্তৃত কর্মপরিকল্পনা ◈ চূড়ান্তভাবে একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বাইপাসে ‌অগ্নিকান্ড সংঘঠিত 

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর : ফরিদপুরের বাইপাসে ‌অগ্নিকান্ড সংঘঠিত  হয়েছে। এঘটনায় দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১১ এপ্রিল)  দুপুর আনুমানিক ‌ ২:৩৫ মিনিটের দিকে  কোতোয়ালি থানাধীন ফরিদপুর বাইপাস সড়ক সংলগ্ন জাহিদ সুপার মার্কেটের পিছনে মেসার্স জাহিদ মটর্সের স্লপ প্লান্ট এর মেশিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অতিরিক্ত গরম হওয়ার কারনে উক্ত অগ্নিকান্ত সংগঠিত হতে পারে।
‌এ সময় ‌ কেমিক্যাল, তৈলাক্ত ও দাহ্য  বস্তু থানার কারনে আগুন দ্রুত ছড়িয়ে পরে। এর ফলে ‌ মিক্সার মেশিনের  মোটর ব্লাস্ট হয়ে ২ জন  শ্রমিক মারাত্মক ভাবে আহত হয়।  আহত শ্রমিকেরা হচ্ছেন 
১।আলামিন (৩৫)
পিতাঃ জয়নাল মোল্লা, গ্রামঃ কাইলা ডাঙ্গা
থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্।(২).মোঃ মোকসেদ (৪০),পিতাঃ হযরত আলী, গ্রাম বকুলনগর,থানাঃ মহেশপুর জেলাঃ ঝিনাইদাহ্।

আহতদের শরীরের অনেক অংশ আগুনে ঝলসে যায়।  খবর পেয়ে ফায়ার সার্ভিস ‌ সিভিল‌ ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেকের ‌ চেষ্টায আগুন নেভাতে সক্ষম হয়। আগুন দ্রুত ছড়িয়ে পরে পাশে থাকা আয়েশা অটোমোবাইলস ওয়ার্কশপ, দোকান মালিক মো: জাহিদ শেখ এবং জাকির হোসেন মিন্টু এর ওয়ার্কসপের  দোকানে থাকা মালামাল আগুনে পুড়ে যায়।

আগুনে জাহিদ মটর্সের আনুমানিক প্রায় ১ কোটি টাকা, আয়েশা মটরস এর দোকানে আনুমানিক ১/১.৫ লক্ষ টাকার,এবং জাকির হোসেন মিন্টুর দোকানে আনুমানিক ১৫০০০টাকার ক্ষতি হয়। আহত ২ জন শ্রমিক ‌ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ  ইউনিটে ভর্তি আছে ‌ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা‌ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়