মো: আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ৩১০ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক ৩১ লাখ টাকা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে ধামরাই থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা গ্রামের মো. শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংদাইর এলাকার মোছা. শাহিদা আক্তার (২৯) এবং মিন্টু হোসেন (২৯)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ধামরাই থানার এস.আই রহমানের নেতৃত্বে কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. শরীফকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়,যার বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা। একইদিনে ঢুলিভিটা এলাকায় পৃথক অভিযানে শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও ১১০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু এলাকায় গোপনে মাদক ব্যবসা চলছিল। তবে বড় চক্রকে পুলিশ ধরতে পারবে—এমন আশা অনেকেই করেননি। স্থানীয় এক বাসিন্দা বলেন, “মাদক ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। পুলিশের এ অভিযান আমাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, “বিশেষ অভিযানের অংশ হিসেবে একাধিক টিম মাঠে কাজ করছে। গ্রেপ্তারকৃতরা ভারত থেকে হেরোইন এনে ধামরাই এলাকায় খুচরা বিক্রির পরিকল্পনা করেছিল। আমরা সফলভাবে তাদের আটক করেছি। গত ১২ ঘণ্টায় আরও তিনটি মাদক মামলা রেকর্ড হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার হয়েছে। এর মধ্যে ৬০, ৩০ ও ২০ পিস ইয়াবার পৃথক মামলা অন্তর্ভুক্ত আছে। বড় চক্রের সাথে জড়িতদেরও খুঁজে বের করতে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে। “ধামরাইকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে,” বলেন তিনি।