শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:৫১ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) দিয়ে কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া, চারিপাড়া এবং মাধবপুর ইউনিয়নের বাড়ানী ও মকিমপুর এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে সাতটি অবৈধ ড্রেজার মেশিন ও দুই হাজার ফুট পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (খ) ধারা লঙ্ঘন করার দুটি মামলায় অবৈধ মাটি উত্তোলনকারী দুই ড্রেজার মেশিন মালিককে পঞ্চাশ হাজার করে মোট একলাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘‘এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করার জন্য আমাদের অভিযান চলমান থাকবে। কৃষি জমি রক্ষা ও পরিবেশের ক্ষতি ঠেকাতে অবৈধ খননযন্ত্র (ড্রেজার মেশিন) এর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়