শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:০১ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে গিয়ে কোনো রকমে বেঁচে ফিরেছেন লোকমান, দিশেহারা পরিবার

ভাগ্য ফেরাতে লিবিয়া পাড়ি জমিয়ে ছিলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার লোকমান। তবে সব হারিয়ে শরীরে অজস্র আঘাতের চিহ্ন নিয়ে কোনো রকমে বেঁচে ফিরে এসেছেন তিনি। দালাল আর অপহরণকারীদের নির্যাতনের চিহ্ন এখন পুরো শরীরে, আর চোখে-মুখে আতঙ্ক। পরিবার নিয়ে আছেন বিপাকে।

জানা যায়, দেশে দিন মজুরের কাজ করে সংসারে স্বচ্ছলতা ফেরাতে না পেরে ২০২৩ সালের আগস্ট মাসে বরগুনার পাথরঘাটা উপজেলার শাহ আলম এবং তার ভগ্নিপতি মান্নানের মাধ্যমে একটি দোকানে কাজ করার চুক্তিতে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন লোকমান হোসেন। তবে লিবিয়া যাওয়ার পর তিনি বুঝতে পারে তাকে অবৈধভাবে নেয়া হয়েছে।

 এরপর সেখানে একটি কোম্পানির মাধ্যমে রাস্তার নির্মানের কাজ শুরু করলেও ঠিক মতো বেতন দেয়া হতো না তাকে। বেতন চাইলেই করা হত শারীরিক নির্যাতন।
 
লিবিয়ায় টিকতে না পেরে সেখানে কাজ করা সিলেটের হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিরু ইসলামের মাধ্যমে ইতালি যাওয়ার জন্য চুক্তি করে লোকমান। এজন্য বাড়ি থেকে তার স্ত্রী ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধারদেনা করে শিরুকে ১০ লাখ টাকা দেন।
 
 তবে ইটালি পাঠানোর পরিবর্তে শিরু তাকে লিবিয়ার ত্রিপলীর একটি অপহরণকারী চক্রের হাতে তুলে দেয়। এরপর সেখানে লোকমানের শুরু হয় দুর্বিষহ জীবন। তাকে নির্মম নির্যাতন করে পরিবারের সদস্যদের কাছে তার ভিডিও পাঠানো হয়। আর মুক্তির জন্য অপহরণকারীরা দাবি করে ১৫ লাখ টাকা।
 
তবে ৭ মাস পর দাদন হাওলাদার নামে আরেক বাংলাদেশির মাধ্যমে সেখান থেকে ১২ লাখ টাকায় মুক্তি পায় লোকমান। তবে দাদনও তার সাথে প্রতারণা করে। নির্ধারিত স্থানে লোকমানকে পৌঁছে না দেয়ায় তিনি ধরা পড়েন পুলিশের হাতে।
 
এরপর আরও দুই মাস জেল খেটে আইওএম এবং বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে গত ২৭ মার্চ বাড়িতে ফিরেছেন লোকমান।
 
 লোকমানকে ফিরে পেয়ে মা ও তার স্ত্রী খুশি হলেও এরই মধ্যে তাদের বিক্রি করে দিতে হয়েছে সব সম্বল। এ থেকে বাদ যায়নি নিজেদের থাকার জায়গাটুকুও। অজস্র আঘাতে ক্ষতবিক্ষত লোকমানের প্রয়োজন এখন উন্নত চিকিৎসা।
 
তবে আর্থিক সঙ্গতি না থাকায় ৫ সদস্যের পরিবার নিয়ে অন্ধকার ভবিষ্যত দেখছে পরিবারটি। তাই সমাজের বিত্তবান ও সরকারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করেন তারা। সেই সঙ্গে যারা অন্যায় করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে তারা।
 
লোকমানের পরিবারের সদস্যরা বলেন, আমাদের এখন আর কোনো উপায় নেই, সব হারিয়েছি। পরিবারে আয় করার মতো কেউ নেই। চিকিৎসা দরকার লোকমানের, মানসিক ভাবেও ভেঙে পড়েছে। এ অবস্থায় আমাদের পাশে সরকার না দাঁড়ালে আমরা পথে বসবো।  উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়