শিরোনাম
◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ১২:২১ রাত
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে দীর্ঘ দিন ধরে ধর্ষণ

বগুড়ার ধুনটে হাফিজুর রহমান আফের নামে এক কৃষকের বিরুদ্ধে ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে দীর্ঘ দিন ধর্ষণের অভিযোগ উঠেছে। আদালতের নির্দেশে গত ২ এপ্রিল রাতে ধুনট থানায় মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, কৃষক হাফিজুর রহমান আফের (৫৫) বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামের ভরসা আকন্দের ছেলে। তিনি গত ২০২২ সালের ২১ জানুয়ারি পারিবারিকভাবে একই এলাকার এক বিধবা নারীকে (৪০) বিয়ে করেন। বিয়ের প্রায় এক বছর পর দাম্পত্য কলহে আফের ওই নারীকে তালাক দেন। এরপর ওই নারী বাবার বাড়িতে চলে আসেন।

এ অবস্থায় আফের বিয়ের আশ্বাসে সাবেক স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি গত ২০২৪ সালের ৪ আগস্ট ভুয়া কাবিননামা তৈরি করে সাবেক স্ত্রীকে পুনরায় ঘরে তুলে নেন। ঘর-সংসার করাকালে আফের তার স্ত্রীর কাছ থেকে কৌশলে ১৭ লাখ টাকা হাতিয়ে নেন। এর কিছুদিন পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন।

হাফিজুর রহমান আফের ভুল স্বীকার করে গত ২২ ফেব্রুয়ারি ফের সাবেক স্ত্রীকে ঘরে তুলে নিয়ে ধর্ষণ করেন।

এ ব্যাপারে ওই নারী গত ২০ মার্চ বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আফেরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করেন, আসামি ভুয়া কাবিননামা তৈরি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। তাকে গত ২০২৪ সালের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনেকবার ধর্ষণ করেছেন।

বগুড়ার ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়