শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি(কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে আট বছরের শিশু চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে মো.শরীফ হোসেনকে (৪২) গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে ধর্ষকের শ্বশুরবাড়ি মোহাম্মদপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার মো. শরীফ হোসেন উপজেলার মোহাম্মদুপর ইউনিয়নের মলয় গ্রামের মৃত মতি মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৬ মার্চ) বেলা ৩টার দিকে মোহাম্মদপুর ইউনিয়নের মলয় গ্রামের মুদি দোকানদার মো. শরীফ হোসেনের দোকানে আট বছর বয়সি শিশু সদাই কিনতে আসলে তাকে খাবারের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা দোকানে আসলে শিশুটিকে দোকানে রেখে পালিয়ে যান দোকানদার শরীফ হোসেন। 

পরে স্বজনরা শিশুটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
 
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ধর্ষণের বিষয়টি জানতে শিশুটির চাচাতো ভাই মুদি দোকানদার মো. শরীফ হোসেনকে আটক করা হয়। শিশুটি ও তার আত্মীয়-স্বজন ঢাকায় থাকায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। আজ শনিবার তাকে ১৬৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়