শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৫, ০৮:৫১ রাত
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৩ দিন অসুস্থ থাকার পর মারা গেল বাঁশখালী‌র সেই হা‌তি‌টি‌ 

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড়ে কাদায় আটকে পড়া‌ বন্য হাতিকে গত ৬ মার্চ কাদায় পড়া অবস্থায় উদ্ধার করা হয়। দীর্ঘ ২৩দিন আহত অবস্থায় চি‌কিৎসার প‌রে ও অব‌শে‌ষে শুক্রবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে মৃত‌্যুবরণ ক‌রে ব‌লে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন জলদী অভয়ারন‌্য রেঞ্জ কর্মকর্তা আ‌নিসুজ্জামান শেখ। সুত্রম‌তে গত ৬ মার্চ জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক গহিন পাহাড়ে কাদায় আটকে পড়ার খবর পে‌য়ে বন বিভাগের কর্মকর্তারা গ্রামবাসীর সহায়তায় পাম্প দিয়ে পানি ছিটিয়ে হাতির গায়ের কাদা পরিষ্কার করা হ‌লেও দুর্বল ও অসুস্থ হ‌য়ে পড়া‌তে ঘটনাস্থ‌লে প‌ড়ে ছিল হা‌তি‌টি। এরপর থে‌কে ডুলহাজরা সাফা‌রি পা‌র্কের ভে‌টেনা‌রি সা‌র্জেন ডাঃ জু্লকার নাইন এর সা‌র্বিক‌ তদার‌কি‌তে চি‌কিৎসা দেওয়া হয় ।  দীর্ঘ সময় ধ‌রে বন‌বিভাগ ও ডাক্তা‌রের তদার‌কি‌কে  চি‌কিৎসা দেওয়া হ‌লেও অব‌শে‌ষে শুক্রবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে মৃত‌্যুবরণ ক‌রে ৪০বছর বয়সী হা‌তি‌টি।

চট্টগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের জলদী অভয়ারণ‌্য রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ও চাস্বল বন‌বিট কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, পুঁইছ‌ড়ি ইউ‌নিয়‌নের জঙ্গল নাপোড়ার কালাচান্দের ঝিরি নামক পাহাড়ে কাদায় আটকে পড়া হা‌তি‌টি‌কে পা‌নি দি‌য়ে কাদা প‌রিস্কার ও ডুলহাজরা সাফা‌রি পা‌র্কের সা‌র্জেন ডাঃ জুলকার নাইন এর তত্বাবধা‌নে চি‌কিৎসা দেওয়া হলেও শুক্রবার সকাল সা‌ড়ে ১১টার দি‌কে মৃত‌্যুবরণ ক‌রে ৪০ বছর বয়সী হা‌তি‌টি। তি‌নি আ‌রো‌ ব‌লেন, আগামীকাল হা‌তি‌টি দাফন করা হবে,হাতিটির বয়স আনুমানিক ৩৫/৪০ বছর হ‌তে পা‌রে। পুষ্টিহীনতার কার‌নে হাতিটি কাদায় আটকে যায়। বিগত কিছু‌দিন আ‌গে চাম্বল পাহা‌ড়ি এলাকায় পুষ্টিহীনতার কার‌নে হাতিটি কাদায় আটকে যায়। বিগত কিছু‌দিন আ‌গে চাম্বল পাহা‌ড়ে আ‌রো‌ এক‌টি হা‌তি পাহাড় থে‌কে প‌ড়ে হাড় ভে‌ঙ্গে গি‌য়ে এক‌ হাতির মৃত‌্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়