শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিনে মুক্তি পেয়ে ছোট ভাইকে পিটিয়ে রক্তাত জখম

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী শহরের মতিহার থানাধীন ভাল্লুক পুকুর এলাকায় ২৩ মার্চ জামিনে মুক্তি পাওয়ার পর ২৪ মার্চ সকালে সাবেক ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ তার ছোট ভাই মনিরুল ইসলাম (৫৫) কে পিটিয়ে রক্তাত জখম করেছেন বলে অভিযোগ উঠেছে।

মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গত ১৫ মার্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতা মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার হন এবং ২৩ মার্চ জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর, আবুল কালাম সন্দেহের বশে মনিরুল ইসলামের দোকানে গিয়ে তাকে গালিগালাজ করেন এবং দোকানের মালামাল নষ্ট করেন। প্রতিবাদ জানালে, আবুল কালামের মেয়ে ও ভাতিজা মোঃ রহমত (৪০) পেছন থেকে অতর্কিত হামলা চালিয়ে মনিরুল ইসলামকে মারধর করেন, যার ফলে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ ঘটনার পর স্থানীয়রা মনিরুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে হামলার নতুন পরিকল্পনা করা হয়েছিল বলে জানান তিনি।

এছাড়া, এর আগে গত ১৫ মার্চ রাজশাহীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আবুল কালামের পক্ষে-বিপক্ষে থানার ভেতরে বাগ্‌বিতণ্ডায় জড়িছিলেন বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা। পরে আসামিকে থানা থেকে আদালতে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় তিনি কৃষক দলের এক নেতাকে লাথি মারেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ঘটনাটি বোয়ালিয়া থানার ভেতরে ঘটে। আবুল কালাম আজাদের (৫৫) বাড়ি নগরের বালিয়াপুকুর এলাকায়। তিনি বিসিআইসির সার ডিলার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং ট্রাক–কাভার্ড ভ্যান অ্যাসোসিয়েশনের রাজশাহী জেলার সভাপতি। ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গত ৬ ফেব্রুয়ারি উষামা বিন ইকবাল নামের একজন বাদী হয়ে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলার ৬৫ নম্বর আসামি আবুল কালাম আজাদ।

মনিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দুপুরে শালবাগান প্রফেসর পাড়া এলাকায় সংবাদ সম্মেলন করে আবুল কালামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিরুল ইসলামের আরেক ভাই সাইদুর রহমান, ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্ববায়ক ও কৃষক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন সরকার টিটু এবং ট্রাক- কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ন আহ্ববায়ক মো: হেলাল হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়