শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫, ০৪:১৬ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী‌তে আত্মসমর্পণকৃত জলদস্যুদের মাঝে র‍্যাবের ঈদের উপহার সামগ্রী বিতরণ

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকা হতে ২০১৮, ২০ ও ২৪ সালে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রী (জলদস‌্যু) দের মাঝে র‍্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার  (২৩ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ ও তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মত বিনিময় সভায় সভাপ‌তিত্ব করেন র‍্যাব-৭ চট্টগ্রাম এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান পিএসসি। র‌্যা‌বের সি‌নিয়র সহকা‌রি পু‌লিশ সুপার এআরএম মোজাফফর হোসেন এর সঞ্চালনায়  এবং বাঁশখালী উপ‌জেলা জা‌মে মস‌জি‌দের পেশ ঈমাম মাওলানা ‌মোস্তাক আহমদ এর দোয়া মুনাজাতের মাধ‌্যমে শুরু হওয়া অনুষ্টা‌নে উপস্থিত ছিলেন ও আ‌লোচনায় র‍্যাব-৭ উপ পরিচালক মেজর সাদমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,সাংবা‌দিক মীর মোহাম্মদ আকরাম হো‌ছাইন,এক সম‌য়ের ব‌ঙ্গোপসাগ‌রের আ‌লো‌চিত জলদস‌্যু সম্রাট বর্তমানে ছনুয়ার ইউ‌নিয়‌নের ইউ‌পি সদস‌্য আবদুল হা‌কিম বাইশ‌্যা , তার বোন র‌হিমা খাতুন ও ম‌হেষখালীর ইউ‌পি সদস‌্য আ‌নোয়ার মেম্বার বক্তব‌্য রা‌খেন।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। র‍্যাব ফোর্সেস এর পক্ষ থেকে তাদেরকে তদারকি করা হয়। তাদের বার্তা দিতে চাই যারা সুস্থ জীবনে ফিরে এসেছে তাদের পাশে সবসময় থাকবো। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি।  আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা। এ সময় স্থানীয় ও জাতীয় দৈ‌নি‌কের সাংবা‌দিক বৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়