শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৮:০৮ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘মডেল মসজিদে হামলা-ভাঙচুর’: পিরোজপুরে বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ২

পিরোজপুর সদর উপজেলায় নির্মাণাধীন একটি মডেল মসজিদের সাইটে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ‘সমন্বয়ক’সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উৎস: বিডিনিউজ২৪

শনিবার দুপুরে পৌর শহরের সদর রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান।

গ্রেপ্তাররা হলেন- পিরোজপুর সদর উপজেলার উত্তর মাছিমপুর গ্রামের মো. কিছলুর ছেলে মুসাব্বির মাহমুদ সানি এবং একই গ্রামের লিটন শিকদারের ছেলে মিলন শিকদার।

তাদের মধ্যে সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।

এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।

ঘটনার দিন হামলাকারীরা মডেল মসজিদের সাইটে হামলার পরপর শহরের বলেশ্বর সেতুর টোল সংগ্রহের ঘরেও আগুন লাগিয়ে দেয় বলে জানায় পুলিশ।

ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক শহিদুল ইসলাম বলেন, “হামলাকারীদের মধ্যে সানি আগেও ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। শুক্রবার তারা স্টাফ ও কর্মচারীদের থাকার ঘর ভাঙচুর করে অফিসে থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ছাড়া সেখানে লাগানো সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন তারা।”

এ ঘটনায় রাতেই সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন তিনি।

ওসি আব্দুস সোবাহান বলেন, “ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে সানিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনও মামলা হয়নি। তদন্তে করে ব্যবস্থা নেওয়া হবে।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়