শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও) ◈ সাইকেল কিনতে ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে হত্যা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনে কী বলা আছে?

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৪৫ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে মাদক কারবারিদের হামলায় নারী-শিশুসহ আহত ৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর গ্রামের জহিরুল হক মিয়ার গ্যারেজ এলাকায় মাদক সেবী ও কারবারিদের বাঁধা দেওয়ায় বাড়িঘরে হামলা-ভাঙচুর চালিয়ে নারী-শিশুসহ ৫জনকে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা শহর মাইজদীর বনফুল এন্ড কোঃ এ এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের প্রধান মো. গোলাম কবির। এসময় তাঁর স্ত্রী নাজমুন নাহার ও শিশু পুত্র সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মো. গোলাম কবির অভিযোগ করে বলেন, আমার স্ত্রী আমার বিবাহযোগ্য মেয়ে ও শিশু সন্তানকে বসবাস করেন। দীর্ঘদিন থেকে
স্থানীয়ম সন্ত্রাসী হিমেল বাহিনীর প্রধান হিমেলসহ তার বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত আমার বাড়ির সামনে মাদক সেবন ও বিক্রি করে আসছে। এতে আমি তাদেরকে বাধা দেওয়ায় তারা ২০২৩ সালের ২৪ জুলাই আমার বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এসময় তাদের বাধা দিতে গেলে তারা আমি, আমার স্ত্রী, দুই শিশু সন্তান ও আমার ভাইকে পিটিয়ে- কুপিয়ে আহত করে। ওই ঘটনায় আমি তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। সর্বশেষ গত ২৮ আগস্ট হিমেল ও তার বাহিনীর ১৫-২০জন অস্ত্রধারী সন্ত্রাসীরা আমার বাড়িতে পুনরায় হামলা ও ভাঙচুর চালায়। তারা আমি এবং আমার পরিবারের সদস্যদের প্রাণে হত্যাসহ লাম গুমের হুমকি দেয়। বর্তমানে তাদের ভয়ে আমি এবং আমার পরিবারের সদস্যরা বাড়িঘরে থাকতে পারছিনা। আমি হিমেল বাহিনীর প্রধান হিমেল ও তার সহযোগী মাদক সেবক ও কারবারিদের গ্রেফতার ও শাস্তির দাবি করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়