শিরোনাম
◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪, ০৮:৩৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে কপাল পুড়ল বিএনপি নেতার !

আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সমঝোতা করে খুলনা জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়ায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলামকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে।

রোববার (২৫ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় কেন আপনার (মোল্লা খায়রুল ইসলাম) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাবেন।

মোল্লা খায়রুল জানান, কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি জবাব দেবেন।

অন্যান্য সংগঠনের মতো গত ১৫ বছর খুলনা জেলা ক্রীড়া সংস্থাও আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে। তাদের সঙ্গে লিয়াজোঁ করে কমিটিতে রয়েছেন মোল্লা খায়রুল ইসলাম। 

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেন মোল্লা খায়রুল। এ নিয়ে গত কয়েক দিন ফেসবুকে নানা সমালোচনা চলছিল। এরই মধ্যে তাকে শোকজ করল বিএনপি। সূত্র : চ্যানেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়