শিরোনাম
◈ ফারাক্কা ব্যারাজ চালুর ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে? ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ: জড়ো হচ্ছেন এনসিপির নেতা-কর্মীরা, মঞ্চে বক্তব্য শুরু ◈ অতিদ্রুত আ. লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নাহিদ ◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট!

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ একজনের সন্ধান মেলেনি

ফাইল ছবি

জিয়াবুল হক, টেকনাফ: [২] কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপের নৌ-পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ নুর মোহাম্মদের সন্ধান এখনো পাওয়া যায়নি বলে জানা যায়।

[৩] বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন। তবে তার সন্ধানে কোস্টগার্ডের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। 

[৪] এর আগে বুধবার (২৪ জুলাই) বিকেল ৪টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের গোলারচর এলাকায় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পরই ট্রলার মাঝিসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

[৫] সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার কারণে সেন্টমার্টিন দ্বীপের সাদ্দাম হোসেনের মালিকাধিন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে। এ সময় সেন্টমার্টিনের উদ্দেশে ট্রলারটিতে ১১ জন যাত্রী ওঠেন। এছাড়া ট্রলারটিতে ছিলেন ছয় জেলে। ১৭ জনের ট্রলারটি বিকেলের দিকে শাহপরীরদ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়।

[৬] সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানান, ঘটনার পরপরই সেন্টমার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি সার্ভিস বোটে উদ্ধার তৎপরতা চালিয়ে যায়। বিকেল ৫টা পর্যন্ত ১৬ জনকে জীবিত উদ্ধার করে। তবে একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

[৭] কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার অনিক বলেন, ট্রলারডুবির খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি। নিখোঁজ একজনের উদ্ধার কাজ চলমান রয়েছে।

[৮] এবিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নুর মোহাম্মদ এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে সবাই একযোগে কাজ করছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়