শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:২৮ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ ২

এম আর আমিন, চট্টগ্রাম: [২] চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ দুজনসহ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।

[৩] চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৪] আহতরা হলেন- আরেফিন শুভ, মোহাম্মদ মোরশেদ, সাইদ, শুভ, হিমাদ্রী, মোহাম্মদ মাহিন, মিনহাজুর রহমান, ইসমাইল হোসেন, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ মামুন, আদনান শরীফ, রাকিব শাহরিয়ার এবং হোসেন সোহরাওয়ার্দী। তাদের মধ্যে হোসেন সোহরাওয়ার্দী ব্যবসায়ী, মোরশেদ রিকশাচালক, হিমাদ্রী ও মোহাম্মদ ইলিয়াছ পথচারী, আদনান শরীফ ডেলিভারি ম্যান বলে জানা গেছে। বাকিরা সবাই শিক্ষার্থী।

[৫] বৃহস্পতিবার (১৮ জুলাই) নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেল এবং লাঠির আঘাতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।

[৬] প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ এর সমর্থনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নগরীর নতুন ব্রিজ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এতে বিপুলসংখ্যক আন্দোলনকারী জড়ো হয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এসে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করে। এতে সড়ক থেকে সরে না গেলে আন্দোলনকারীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

[৭] এদিকে, চট্টগ্রামে সকাল থেকে সড়কে কমেছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-রাঙ্গামাটি, চট্টগ্রাম-কক্সবাজার এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলছে না দূরপাল্লার বাস। নগরীতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সড়কে লোকজনের আনাগোনাও অনেক কম। 

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়