শিরোনাম
◈ সিরাজগঞ্জের রায়গঞ্জে মিনি আয়নাঘরের সন্ধান, উঠে এল নির্যাতনের ভয়াবহ তথ্য ◈ দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক ◈ নির্বাচিত সরকার অবশ্যই স্বৈরাচারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে: তারেক রহমান ◈ লন্ডনে প্রকাশ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগের পলাতক নেতাদের! (ভিডিও) ◈ অনুমোদনহীন হজ পালনে বিরত থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের ◈ চমচমের পর এবার টাঙ্গাইলের ‘জামুর্কীর সন্দেশ’ পেলো জিআই স্বীকৃতি ◈ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকবেন মালির অস্থায়ী প্রেসিডেন্ট! ◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৭:৩৮ বিকাল
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপগঞ্জে পিকনিকের ট্রলারে সন্ত্রাসী হামলায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] জেলার রূপগঞ্জে পিকনিকের ট্রলারে সন্ত্রাসী হামলায় নিখোঁজের দুইদিন পর শীতলক্ষ্যা নদী থেকে রাজীব হোসেন (৩১) নামে এক যুবককের মরদেহ উদ্ধার করেছে নৌ ফাড়ি পুলিশ।

[৩] মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কাঞ্চন পৌরসভার তারৈল এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

[৪] নিহত রাজীব হোসেন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বরকাও এলাকার মৃত আব্দুল হকের ছেলে।

[৫] এর আগে, গত রোববার (১৪ জুলাই) রাত ৯টার দিকে তারৈল এলাকার শীতলক্ষ্যা নদীতে পিকনিক ট্রলারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হামলায় রাজিব, বাদল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রাব্বী মিয়া, আলামিন, রেজাউল, শ্যামল মিয়াসহ অন্তত ১০ জন আহত হয়।

[৬] এ সময় আহত রাজিব ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে পড়ে যান রাজিব। পরে এ ঘটনায় নিহতের বোন মাহমুদা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

[৭] নিহত রাজীব হোসেনের ভাই আরিফ জানান, গত রোববার সকাল ৯টার দিকে কালীগঞ্জের বরকাও এলাকা থেকে তার ভাই রাজীবসহ প্রায় ৩০ জনের বন্ধু মহল পূর্বাচলের দিকে ট্রলারে করে ঘুরতে আসেন। পথিমধ্যে রাত ৯টার দিকে তারৈল এলাকার পৌঁছলে ২০ থেকে ২৫ জনের একদল সন্ত্রাসী ধারালো ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পিকনিক ট্রলারে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পিকনিক ট্রলারে থাকা পিকনিকের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় রাজিব প্রতিবাদ করলে হামলা কারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে নদীতে ফেলে দেয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ দুপুরে এলাকাবাসী নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

[৮] ইছাপুরা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মোস্তফা কামাল জানান, খবর পেয়ে দুপুরে তারৈল এলাকার শীতলক্ষ্যা নদীতে থেকে নিহত রাজীবের হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়