শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৬:২২ বিকাল
আপডেট : ০৯ মার্চ, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

ফয়সাল চৌধুরীর, কুষ্টিয়া: [২] কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (১১) নামে এক তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

[৩] মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পোয়ালবাড়িয়া নসিরউদ্দিন বিশ্বাস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালার ওপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত শিশু দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামের কামাল হোসেনের ছেলে এবং ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

[৫] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান স্কুলের অঙিনায় খেলা করা অবস্থায় তার পায়ের একটি স্যান্ডেল অপর এক মানসিক ভারসাম্যহীন শিশু পরিত্যক্ত স্কুল ঘরের টিনের চালার ওপর ছুড়ে মারে। গ্রিল বেয়ে স্কুল ঘরের টিনের চালার উপর থেকে স্যান্ডেল কুড়িয়ে আনতে গিয়ে পূর্ব থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুতায়িত হওয়া টিনের চালায় জিসান বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় অপর এক সহপাঠির নজরে আসলে শিক্ষিকাকে ডাক দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৬] এবিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও  ক্লাসে ছিলাম পরে বাইরে কেউ পড়ে আছে খবর পেয়ে গিয়ে দেখি আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

[৭] এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বিদ্যুৎতায়িত এক শিক্ষার্থীকে হাসপালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

[৮] দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, নিহত ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়