শিরোনাম
◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর: [২] নেত্রকোনার দুর্গাপুরে ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে সাদিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

[৩] সোমবার বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভূলিগাও গ্রামে এ ঘটনা ঘটে। 

[৪] শিশু সাদিয়া ওই গ্রামের মো. শফিক মিয়া ও নাদিরা খাতুন দম্পতির সন্তান।

[৫] স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে,বাবা থাকেন ঢাকায়। বাড়ির লোকজন বাড়িতেই কাজে ব্যস্ত ছিল। এ সময় বাড়ির উঠানেই খেলছিল সাদিয়া। তবে কিছুক্ষণ পর বাড়ির উঠানে সাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন লোকজন। পরে বিকেলের দিকে বসতবাড়ির পাশের ধান খেতে জমে থাকা বৃষ্টির পানিতে তার ভাসমান দেহ দেখতে পান স্বজনেরা। সেখান থেকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে শিশু সাদিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

[৬] দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হাবিব বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

[৭] এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান,অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়