শিরোনাম
◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১২:৫০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকায় হাজারো মানুষ বিক্ষোভ করেছে।  আজ বুধবার সকাল ৯টা থেকে নগরভবনের সামনে এই বিক্ষোভ শুরু হয়। 

গুলিস্তান এলাকায় অবস্থিত নগরভবনের সামনের সড়কে সকাল ৮:৩০ টা থেকেই লোকজন আসতে শুরু করে এবং তারা নানা স্লোগান দিয়ে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেন।

বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল মেয়র হিসেবে ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে। তবে এখন পর্যন্ত তার শপথ গ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি আর এই কারণেই আজকের বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া গোপীবাগ এলাকার এক বাসিন্দা জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, কিন্তু তিনি ভোট দিয়ে ইশরাককে মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন এবং আদালতের রায়ে ইশরাক জয়ী হওয়া সত্ত্বেও নানা অজুহাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তিনি এই অবিচারের প্রতিবাদে আজকের বিক্ষোভে অংশ নিয়েছেন।

ইশরাক হোসেন প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে, যিনি পুরান ঢাকার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। বিক্ষোভে অংশ নেওয়া বেশিরভাগ মানুষই পুরান ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা, যারা ইশরাককে ভোট প্রদান করেছিলেন। 

সূত্রাপুর এলাকার বাসিন্দা হুমায়ুন কবির জানান, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা সকলেই ভোটার এবং তাঁরা ইশরাককে মেয়র হিসেবে দেখতে চান। বিক্ষোভকারীরা জানিয়েছেন, আজকের কর্মসূচি বেলা ২টা পর্যন্ত চলবে এবং পরবর্তীতে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়