শিরোনাম
◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু 

মোস্তাফিজ : রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আব্দুল্লাহ আল মাসুম (১৭),ও  অলিউল্লাহ (২১) মোঃ ইয়াকুব আলী (৩১)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে  নির্মানাধীন ১৫ তলা ভবনের ৯ তলায় বাইরের অংশে মাচাং এ দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন এই তিন শ্রমিক। এ সময়ে মাচাং এর রশি ছিঁড়ে তিন জনই নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অলিউল্লাহ কে মৃত ঘোষণা করেন। 

ঐ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য অপর দুজন শ্রমিককে দুপুরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার  বিকেল পৌনে ৪টার দিকে  মারা যায় আব্দুল্লাহ আল মাসুম,ও সন্ধ্যা সাড়ে ছয়টায় চিকিৎসাধী অবস্থায় মারা যায় ইয়াকুব আলী।

সত্যতার নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক তিনি বলেন মৃতদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহতরা তিনজনই চাপাই সদর উপজেলার বাসিন্দা ‌। বর্তমানে উত্তরা তিন নম্বর সেক্টরে নির্মাণাধীন ভবনেই থাকতেন। তারা উভয়ই রাজমিস্ত্রি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়