শিরোনাম
◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন জায়গায় থাকা শেখ পরিবারের জমি জব্দের আদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে ২টি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ৭ জন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো ৩ জন।

আজ বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে মারা যাওয়া ৭ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ নারী ও ১ জন শিশু ছিল বলে জানা গেছে।

লোহাগাড়া থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. জাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহত ৬ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে ৩ জন মারা গেছেন।

তবে  হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’ জানা যায়, আজ বুধবার ভোরে কক্সবাজারগামী রিলাক্স পরিবহন বাসের সঙ্গে চট্টগ্রাম অভিমুখী দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন মারা যান। তারা সবাই হাইয়েসের যাত্রী ছিলেন।

এলাকাবাসী জানান, রিলাক্স পরিবহনের বাসটি চুনতি জাঙ্গালিয়া এলাকায় মহাসড়কের একটি বাঁকে এসে ব্রেক কষলে বাসের সামনের অংশ ঘুরে যায়।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। পরে বিপরীতমুখী আরেকটি মাইক্রোবাস পেছন থেকে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান। তিনি বলেন, ‘নিহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় জানার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়