শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ২৪ জুন, ২০২২, ১০:০৩ দুপুর
আপডেট : ২৪ জুন, ২০২২, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ জার্মানিতে, মৃত্যু যুক্তরাষ্ট্রে

কোভিড-১৯ করোনা ভাইরাস

মাজহারুল ইসলাম: বিশ্বজুড়ে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু এবং সংক্রমন আগের দিনের তুলনায় বেড়েছে। একই সময়ে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানি আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া তথ্যানুযায়ি বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরো এক হাজার ৬৫০ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় শতাধিক বেড়েছে। আর একই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো সাত লাখ ২৫ হাজার ৫০ জন, যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ১৮ হাজার। 

দৈনিক হিসাবে সবচেয়ে বেশি সংক্রমণের শিকার জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো এক লাখ ১৯ হাজার ৩৬০ জন এবং মৃত্যু হয়েছে আরো ৯৮ জনের। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্টে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৭০২ জন এবং এ সময়ে মৃত্যু হয়েছে আরো ২৬৬ জনের। একই সময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন আরো ৫৬ হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে আরো ৭৫ জনের।

রাশিয়ায় আক্রান্ত আরো তিন হাজার ১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৬৮ জনের। ফ্রান্সে আক্রান্ত আরো ৭৯ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। ব্রাজিলে মৃত্যু হয়েছে ৩৪৬ জনের এবং নতুন করে আক্রান্ত আরো ৬৯ হাজার ২৩১ জন। অস্ট্রেলিয়ায় মৃত্যু হয়েছে আরো ৫১ জনের এবং নতুন করে আক্রান্ত ৩২ হাজার ১৮৪ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো সাত হাজার ৪৪২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের।

কানাডায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৮ হাজার ৩৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৯৬ জনের। জাপানে আক্রান্ত ১৭ হাজার ১৬০ জন এবং মৃত্যু ২০ জনের। যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৮ হাজার ২৬৯ জন এবং মৃত্যু ৭৬ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়