শিরোনাম
◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:১২ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তবে কি লাভ হরমোন নিয়ে প্রচলিত ধারণা মিথ্যা?

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: সঙ্গীর সঙ্গে জুটি বাঁধা এবং সন্তান জন্মদানের মতো জৈবিক বিষয়ে ‘লাভ হরমোন’ অক্সিটোসিনের প্রভাব রয়েছে বলে এত দিন ধারণা করা হতো। কিন্তু ইঁদুরজাতীয় স্তন্যপায়ী প্রাণী প্রেইরি ভোলের ওপর চালানো নতুন গবেষণায় মিলেছে ভিন্ন তথ্য। এএফপি

গবেষণায় দেখা গেছে, অক্সিটোসিনের কার্যকারিতা কম থাকলেও সঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থাপন, সন্তান উৎপাদন ও পালন করতে পারছে প্রাণীটি। এসব আচরণ অক্সিটোসিনের ওপর নির্ভরশীল বলে এত দিন ধারণা করা হতো।

এক সঙ্গীর সঙ্গে জীবন কাটানো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে প্রেইরি ভোল অন্যতম। সঙ্গীর সঙ্গে জীবনযাপনের মতো সামাজিক আচরণবিষয়ক গবেষণা করতে প্রায়ই এই প্রাণীটি ব্যবহার করা হয়ে থাকে।

আগের গবেষণায় অক্সিটোসিন হরমোন নিঃসরণ বন্ধে এই প্রাণীকে এক ধরনের ওষুধ দেওয়া হয়। তখন দেখা যায়, প্রাণীগুলো আর সঙ্গীর সঙ্গে জুটি বাঁধতে পারছে না এবং সন্তানদের বুকের দুধ পান করাতে পারছে না মা প্রেইরি ভোল।

অক্সিটোসিন হরমোনের ওপর কাজ না করে প্রেইরি ভোলগুলোর জিনগত পরিবর্তন করেন মনোবিদ দেবানন্দ মানোলি ও স্নায়ু জীববিজ্ঞানী নিরাও শাহ। এরপর জিন পরিবর্তিত পুরুষ ও নারী ভোলের আচরণ পর্যবেক্ষণ করেন তাঁরা।

তাঁদের গবেষণায় দেখা যায়, জিন পরিবর্তন করা হয়নি এমন ভোলের সঙ্গে জুটি বাঁধতে কোনো সমস্যায় পড়েনি জিন পরিবর্তিত ভোলগুলো এবং জিন পরিবর্তিত নারী ভোলগুলো সন্তান জন্ম দিতে ও পালন করতে পারছে।

মনোবিদ মানোলি বলেন, ‘আমরা খুবই বিস্মিত হয়েছি। গবেষণার ফলাফলে মনে হয়েছে, জুটি বাঁধা বা সন্তান লালন-পালনের ক্ষেত্রে অক্সিটোসিনই প্রধান উপাদান নয়।’

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়