শাহীন খন্দকার: বিশ্ব শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা' শীর্ষক ডেসিমেনেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বি-ব্লক শহীদ ডা. মিলন হলে আয়োজিত ওই অনুষ্ঠানে দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গবেষক ও শিশু অধিকার নিয়ে কাজ করা এনজিও কর্মকর্তা-কর্মীরা উপস্থিত থাকবেন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করবেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
প্রধান বক্তা দৈনিক আজকের পত্রিকা সম্পাদক ও সাবেক তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, শেষ অতিথি অধ্যাপক কাজী জেবুন্নেছা বেগম, অতিরিক্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মো. মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব, শিশু ও সমন্বয় উইং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অধ্যাপক ডা. আহমেদুল কবির, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (গবেষণা ওউন্নয়ন) বিএসএমএমইউ। অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য বিএসএমএমইউ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম, ডিন প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদ এবং বিভাগীয় প্রধান, পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ বিএসএমএমইউ। অনুষ্ঠানের আয়োজক পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ বিএসএমএমইউ।
এ ছাড়াও ওই সময় শিশুস্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণা প্রকল্প এবং একাডেমিক গবেষণা উপস্থাপন করা হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম
এসএইচ/জেএ