শিরোনাম
◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা ◈ গেজেট প্রকাশের পরই আ. লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি ◈ লড়াই রা‌তে, জিত‌লে বা‌র্সেলোনা চ্যাম্পিয়ন ◈ পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান, খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা তারেক রহমানের ◈ পাকিস্তানের শক্ত জবাবেই যুদ্ধবিরতি করতে যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় ভারতঃ সিএনএনের সাংবাদিক (ভিডিও) ◈ মেসির গোলে কাজ হয়‌নি, বড় ব্যাবধা‌নে হে‌রে গে‌লো ইন্টার মায়ামি ◈ জনরোষ ঠেকাতে লুঙ্গি-গেঞ্জি-মাস্ক পরে বিমানবন্দরে যান আবদুল হামিদ, গোপনে তুলে দেওয়া হয় বিমানে

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ১১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৫২ লাখের অধিক মানুষ

কোভিড বুস্টার ডোজ

শাহীন খন্দকার: দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ টিকার বুস্টার ডোজ শুরু থেকে এখন পর্যন্ত পেয়েছেন ৫ কোটি ৫২ লাখ ৮ হাজার ৬৬৮ জন। সোমবার ২৪ ঘণ্টায় বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন।

৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার পর্যন্ত দেশে প্রথম ডোজ পেয়েছেন ১৩ কোটি ১ লাখ ৯৮ হাজার ৮৮৯ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ কোটি৩৫ লাখ ৯হাজার ৫৫২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় সোমবার (৩অক্টোবর) বুস্টার ডোজ পেয়েছেন ১৩ লাখ ৫০ হাজার ৪১৫ জন। প্রথম ডোজ পেয়েছেন ৯১ হাজার ১২৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ১৭ হাজার ২৮৪ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, এবং জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ২৭ জানুয়ারি করোনা টিকার নিবন্ধন এবং ৭ ফেব্রুয়ারি থেকে মানুষকে টিকা দেওয়া শুরু হয়। বর্তমানে টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়