শিরোনাম
◈ বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের ◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিশু অসুস্থ হলে বাবা–মায়ের যে ভুলগুলো এড়িয়ে চলা জরুরি

শিশু একটু জ্বর, কাশি বা সর্দিতে আক্রান্ত হলে বাড়ির পরিবেশই বদলে যায়। বাবা–মায়ের দুশ্চিন্তা বেড়ে যায়। তখন হাতের কাছে যা পাওয়া যায় তাই দিয়ে সুস্থ করার চেষ্টা শুরু হয়ে যায়। কিন্তু এই তাড়াহুড়োতে অনেক সময় এমন কিছু করা হয়, যা শিশুর সুস্থ হয়ে ওঠার গতি কমিয়ে দেয়।

বেশিরভাগ ভুল হয় ভালোবাসা থেকে, কিন্তু ভুলটাই যখন ক্ষতি ডেকে আনে তখন সেটি জানা জরুরি। ঠিক কোন ভুলগুলো এড়িয়ে চললে শিশুর সেরে ওঠা আরও সহজ হয়- এ নিয়ে শিশু বিশেষজ্ঞ ডা. মিলিন্দ জামবাগি এক সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। চলুন সহজ ভাষায় দেখে নিই বাবা–মায়েদের কোন পাঁচ কাজ একদমই করা উচিত নয়-

১) ওভার-দ্য-কাউন্টার ঠান্ডা–কাশির ওষুধ দেবেন না: শিশুর কাশি শুরু হতেই অনেকেই দোকান থেকে ঠান্ডা–কাশির ওষুধ কিনে দেন। ডা. জামবাগি বলছেন, ছোট বাচ্চাদের ঠান্ডা–কাশির সিরাপ বা কাশি বন্ধ করার ওষুধ দেয়া ঠিক নয়। এসব ওষুধ ভাইরাল কমাতে পারে না, বরং পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

শিশুকে আরাম দিতে ভালো উপায় হলো—নুন–পানির স্প্রে, স্যালাইন নেবুলাইজেশন, গরম ভাপ, আর এক বছরের বেশি হলে একটু মধু। এগুলো প্রাকৃতিকভাবে শ্বাসনালী পরিষ্কার করতে সাহায্য করে।
  
২) অ্যান্টিবায়োটিক কিংবা পুরোনো প্রেসক্রিপশন ব্যবহার করবেন ন : শিশু অসুস্থ মানেই অনেকে ভাবেন, অ্যান্টিবায়োটিক দিলে দ্রুত সুস্থ হবে। কিন্তু ভাইরাল হলে এসব কাজই করে না। উল্টো ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কম কাজ করে এমন অবস্থাও তৈরি হতে পারে।

ডা. জামবাগি বলেন—শরীরকে ভাইরাসের সঙ্গে লড়াই করার সময় দিতে হবে। ডাক্তার না বললে অ্যান্টিবায়োটিক দেয়ার প্রয়োজনীয়তা নেই। আগের অসুখের পুরোনো ওষুধ ব্যবহার করাও খুব বিপজ্জনক।
 
৩) খেতে না চাইলে জোর করা যাবে না: ভাইরালে ক্ষুধা কমে যাওয়া খুব স্বাভাবিক। জোর করে খাওয়ালে শিশু আরও বিরক্ত হয়। এ সময় খাবারের চেয়ে বেশি দরকার জলীয় খাবারের মাধ্যমে শরীরকে ঠিক রাখা। শিশুর শরীর হাইড্রেট রাখতে পানি, খাবার স্যালাইন, গরম স্যুপ (গলা ব্যথা থাকলে টক স্যুপ বাদ দিন), ডাবের পানি, ডাল-ইত্যাদি তরল জাতীয় খাবার দিন। শিশু সুস্থ হলে খিদে এমনিতেই ফিরে আসবে।
 
৪) খুব তাড়াতাড়ি স্কুলে পাঠাবেন না: অনেক সময় মনে হয় জ্বর কমেছে, এবার স্কুলে পাঠানো যায়। কিন্তু ডা. জামবাগি বলেন—এসময় বিশ্রামই সবচেয়ে জরুরি।

শিশুর যদি জ্বর থাকে, দুর্বল লাগে, ঠিকমতো খেতে–পান করতে না পারে, অবসন্ন বা দুর্বল দেখায়,
তাহলে বাসায়ই রাখা উচিত। তাড়াহুড়ো করলে সুস্থ হতে আরও দেরি হবে, আর অন্য বাচ্চারাও সংক্রমিত হতে পারে।
  
৫) রুটিন নষ্ট হওয়া নিয়ে দুশ্চিন্তা করবেন না:  অসুস্থ হলে শিশুদের ঘুম–খাবার–স্ক্রিন টাইম সবই গুলিয়ে যায়। এতে বাবা–মা ভাবেন শিশুর অভ্যাস নষ্ট হচ্ছে। কিন্তু ডাক্তার বলেন—এ সময় নিয়ম নয়, আরামটাই বেশি দরকার।

শিশু যদি কাছাকাছি থাকতে চায়, একটু বাড়তি আদর চায়, স্ক্রিনে কার্টুন দেখে সময় কাটাতে চায়—তাতে সমস্যা নেই। এগুলো সাময়িক। সুস্থ হলেই আবার নিয়মে ফিরে আসবে।

শিশুর ভাইরাল অসুখে আতঙ্ক নয়, সচেতন যত্নই আসল। একটু বাড়তি হাইড্রেশন, বিশ্রাম, আর ঠিক সিদ্ধান্ত—এমন ছোট যত্নই শিশুর সুস্থতা দ্রুত ফিরিয়ে আনতে পারে। ভালোবাসা থাকলে যত্ন দেওয়া কঠিন নয়, শুধু ভুলগুলো এড়িয়ে চলাই আসল কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়