শিরোনাম
◈ হাজারীবাগে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ প্রশান্ত মহাসাগরের পথে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু: নিউইয়র্ক টাইমস ◈ ইসরায়েলকে থামাতে সম্মিলিত কূটনৈতিক পদক্ষেপ জরুরি: ওআইসি সম্মেলনে তৌহিদ হোসেন ◈ ইরানে ডজনখানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের ◈ সাংবিধানিক কাউন্সিল : কিছু প্রশ্ন ও বিএনপির আপত্তি ◈ সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন খামেনি ◈ সাবেক সিইসি-ইসিদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি: বিতর্কিত তিন নির্বাচন ◈ ‘বিস্মিত’ ইসরাইল, প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা ◈ নির্বাচনে জোর, আসনভিত্তিক জরিপ চালাচ্ছে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ◈ কী কী অস্ত্র ব্যবহার হচ্ছে ইরান-ইসরাইল সংঘাতে?

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৪৮ রাত
আপডেট : ২১ জুন, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় চক্ষু ইনস্টিটিউটে শয্যা সংকট, ছাড়পত্র পেলেও সিট ছাড়ছেন না অনেক রোগী

শয্যা সংকটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। জরুরি বিভাগে রোগী ভর্তি নিলেও, দিতে পারছে না সিট। অভিযোগ আছে, চিকিৎসার আর প্রয়োজন নেই, এমন অনেককেই ছাড়পত্র দিলেও, হাসপাতাল ছাড়ছেন না তারা। ফলে, অস্বস্তিতে আছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঈদের দিন বাঁশ দিয়ে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির চোখে আঘাত করে স্থানীয় একজন। অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল থেকে সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসেন তিনি। অভিযোগ করেন, তাকে ভর্তি করা হলেও পাচ্ছেন না সিট।

জুলাই আহতদের মধ্যে যাদের আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই, এমন ৩০ জনকে ছেড়ে দেয়ার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। কিন্তু, চক্ষু বিজ্ঞানের ৪ তলার বি-ব্লকের সিটে তারা অবস্থান করছেন। কর্তৃপক্ষ জানান, চাইলেও সেখানে অন্য সেবাপ্রার্থীকে সিট দিতে পারছে না তারা।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, বিভিন্ন ভাগে ও পর্যায়ে ফলো-আপের জন্য তারা পরামর্শ দিয়েছে। জুলাই আহতরা সাধারণ সিট দখল করে রাখলে অন্যান্য সাধারণ রোগীদের সিট দেয়া সম্ভব হচ্ছে না।

আহতদের বক্তব্য জানতে সেখানে গেলে দেখা যায় ভেতর থেকে তালা দেয়া। হাসপতাল থেকে জানা যায়, ৫৪ জনের মধ্যে ভেতরে আছেন ৪/৫ জন। বাকিরা ঈদে বাড়িতে গেছেন।

ডা. জানে আলম এও বলেন, তাদের দাবি হচ্ছে অনেক দূর থেকে চিকিৎসা নিতে আসতে হয় এবং অনেক রাতে চলে আসতে হয় দেখে থাকার কোন জায়গা নেই।

শয্যা সংকট এবং আহদের চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক বললেন, ঈদের ছুটি, তাই নিরাপত্তাজনিত কারণে ভেতর থেকে বি ব্লক তালা দিয়ে রাখতে পারে আহতরা। ছুটির পর এই বিষয়ে সংশ্লিষ্টদের সাথে বসবে মন্ত্রণালয়।

কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার পুরোদমে চালু হবে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। সূত্র: যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়