শিরোনাম
◈ সরকার ও রাজনৈতিকদলগুলো দুই মেরুতে, কোন দিকে যাচ্ছে ক্ষমতার রাজনীতি ◈ প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ,  ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে  প্রত্যাশা করছি ◈ সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রুপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি ◈ ‘এবারের হজযাত্রার এক অলৌকিক ঘটনা’ ◈ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক, আনচেলত্তি ব্রা‌জি‌লের কোচ হিসা‌বে বছ‌রে বেতন পা‌বেন ১০৮ কো‌টি টাকা! ◈ একদিনে ডেঙ্গুতে ভর্তি ৭০, করোনা শনাক্ত ৬ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইফতির দুর্দান্ত সেঞ্চুরি আর মইন খানের ৯১ ◈ পা‌কিস্তান - বাংলা‌দেশ টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বুধবার শুরু  ◈ দক্ষিণ কোরিয়া থেকে ৬০৮ কোটি টাকায় এক কার্গো এলএনজি আনছে সরকার  ◈ পল্লী বিদ্যুৎ সমিতির সংকট নিরসনে কমিটি গঠনসহ নানা উদ্যোগ সরকারের

প্রকাশিত : ২৬ মে, ২০২৫, ০৩:১০ রাত
আপডেট : ২৭ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুসফুসে বাসা বাঁধা ছত্রাক: চিকিৎসা সীমিত, বাড়ছে হুমকি

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ছত্রাক, যা প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। নতুন গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য—বিশ্ব এখনো এই সংকট মোকাবিলায় প্রস্তুত নয়।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ভবিষ্যদ্বাণী করেছেন, মানবদেহে সংক্রমণ ঘটাতে সক্ষম অ্যাসপারজিলাস নামে একটি ছত্রাক উত্তর আমেরিকা, ইউরোপ, চীন ও রাশিয়াসহ আরও অনেক অঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

ছত্রাক: ছড়িয়ে আছে সর্বত্র : ছত্রাক বা ফাঙ্গাস একটি বিশাল জৈবজগত। এগুলো মাটি, পানির মধ্যে, এমনকি বাতাসেও বিরাজ করে। যদিও পরিবেশে এগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু কিছু ছত্রাক মানুষের ফুসফুসে জীবননাশকারী সংক্রমণ ঘটাতে পারে।

বিশ্বে প্রতিবছর ছত্রাকজনিত রোগে মৃত্যুর সংখ্যা ২ দশমিক ৫ মিলিয়ন হলেও, অনেক ক্ষেত্রেই সঠিক তথ্যের অভাবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা গবেষকদের।

অ্যাসপারজিলাস: ধীরে ধীরে শরীর খেয়ে ফেলে: অ্যাসপারজিলাস ফিউমিগাটাস” এবং “অ্যাসপারজিলাস ফ্লাভাস”—এই দুই প্রজাতির ছত্রাক বিশেষভাবে উদ্বেগের কারণ। গবেষক নরম্যান ভ্যান রেইন ব্লান্তি বলেন, ‘যদি শরীরের ইমিউন সিস্টেম স্পোর পরিষ্কার করতে ব্যর্থ হয়, ছত্রাক শরীরের ভেতরেই বেড়ে ওঠে এবং একপ্রকার ‘ভেতর থেকে খেয়ে ফেলে’।

এই ছত্রাক বিশেষ করে দুর্বল ইমিউন সিস্টেমের রোগী, যেমন ক্যান্সার, অঙ্গ প্রতিস্থাপনপ্রাপ্ত রোগী, অ্যাজমা, কোভিড বা সিভিয়ার ফ্লুতে আক্রান্তদের মধ্যে মারাত্মক সংক্রমণ ঘটায়।

আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ: যুক্তরাষ্ট্রে ১০ কোটির বেশি রোগীর ওপর করা এক বিশ্লেষণে দেখা গেছে, ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২০ হাজারেরও বেশি অ্যাসপারজিলাস সংক্রমণ ধরা পড়েছে। প্রতি বছর এই সংক্রমণ ৫ শতাংশ হারে বাড়ছে, জানালেন ইউসি বেরকেলের অধ্যাপক জাস্টিন রেমেইস।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ছড়িয়ে পড়ছে নতুন অঞ্চলে

অ্যাসপারজিলাস ফ্লাভাস, যা সাধারণত উষ্ণ জলবায়ুতে জন্মায়, তা উত্তর আমেরিকা, উত্তর চীন ও রাশিয়ায় ঢুকে পড়তে পারে। এর বিস্তার ১৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অপরদিকে অ্যাসপারজিলাস ফিউমিগাটাস ছড়িয়ে পড়তে পারে উত্তরের ঠাণ্ডা অঞ্চল, এমনকি আর্কটিক পর্যন্ত। গবেষণা অনুযায়ী, ২১০০ সালের মধ্যে এর বিস্তার ৭৭ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যাতে কেবল ইউরোপেই ৯ মিলিয়ন মানুষ ঝুঁকিতে পড়বে।

চিকিৎসা সীমিত, প্রতিরোধ আরও দুর্বল : বর্তমানে মাত্র চারটি শ্রেণির অ্যান্টি-ফাঙ্গাল ওষুধ বিদ্যমান, যার অনেকগুলোতেই এই ছত্রাক প্রতিরোধ গড়ে তুলছে। ডায়াগনোসিস করাও কঠিন, কারণ এর লক্ষণ যেমন জ্বর ও কাশি—অন্যান্য রোগের মতোই।

খাদ্য নিরাপত্তার ওপরও প্রভাব: অ্যাসপারজিলাস ফ্লাভাস শুধু মানুষেরই নয়, ফসলেরও শত্রু। এটি খাদ্যশস্যে বিষাক্ত পদার্থ তৈরি করতে পারে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।

‘দ্য লাস্ট অব আস’ থেকে বাস্তব জগতে ভয়: গবেষক ভ্যান রেইন বলেন, এইচবিও-এর জনপ্রিয় সিরিজ ‘দ্য লাস্ট অব আস’-ফিকশন হলেও মানুষের দৃষ্টি আকর্ষণ করছে একটি ভয়ংকর বাস্তবতায়—ছত্রাক আমাদের মৃত্যুর কারণ হতে পারে।

এক্সেটার বিশ্ববিদ্যালয়ের মাইকোলজি গবেষক এলাইন বিগনেল বলেন, ‘ছত্রাক নিয়ে গবেষণা খুবই কম হয়। কিন্তু এখন সময় এসেছে গুরুত্ব দেওয়ার, কারণ এর প্রভাব আমরা সবার জীবনেই দেখতে পারব।’

জলবায়ু পরিবর্তনের ফলে ছত্রাকজনিত রোগের ভয়াবহতা বাড়ছে, এবং তা জনস্বাস্থ্যের পাশাপাশি খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে।

এখন সময়, যাতে গবেষণা, ওষুধ এবং সচেতনতা বাড়ানো হয়, না হলে ভবিষ্যতে আরও ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বিশ্ব। তথ্যসূত্র: সিএনএন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়