নিজস্ব প্রতিবেদক : অতীত ভুলে এবার পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল, এর আগে আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশ ক্রিকেটের সমালোচনা চারদিকে। এর মধ্যেই অপেক্ষায় পাকিস্তানের বিপক্ষে সিরিজ। বুধবার (২৮ মে) শুরু হচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ।
তার আগে দলের অবস্থা নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছেন প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে কখনো কখনো সিরিজ হার দল্কে চাঞা করে দেয়। মূলত আরব আমিরাতের বিপক্ষে সিইরজ নিয়েই তার এমন মন্তব্য।
টাইগার কোচ বলেন, আরব আমিরাতে সিরিজ হেরে যাওয়া কঠিন। কিন্তু কখনো কখনো এমন কিছু আপনাকে চাঙা করে তোলে, আশা করি আমাদের দলকেও তা করবে।
একদিকে নিজেদের সময় ভালো যাচ্ছে না। অন্যদিকে প্রতিপক্ষ পাকিস্তানেরও একই অবস্থা। তারাও সর্বশেষ হেরেছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশ কি পাকিস্তানের বিপক্ষে এই সুযোগটা নিতে পারবে?
এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, আমি জানি না পাকিস্তানকে টি–টোয়েন্টিতে হারানোর জন্য এটাই সেরা সময় কি না। আমার মনে হয়, এটা আমাদের সেরাটা খেলার সময়। যেকোনো সময়ই পাকিস্তান ভয়ংকর দল। তারা আজ খারাপ খেলতে পারে, কাল আবার আলাদা হয় যাবে। আপনারা বলছেন পাকিস্তান ভালো খেলছে না, কিন্তু পাকিস্তান তো পাকিস্তানই।’
উল্লেখ্য, বুধবান (২৮ মে) বাংলাদেশ সময় রাত ৯ টায় মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ ৩০ মে ও ১ জুন। তিনটি ম্যাচের ভেন্যুই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।