শিরোনাম
◈ রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ (ভিডিও) ◈ চাকরিজীবীদের বিক্ষোভ-আন্দোলনে চ্যালেঞ্জের মুখে সরকার? ◈ সচিব পদে বড় রদবদল ◈ মোহাম্মদপুরের ত্রাস এক্সেল বাবু গ্রেপ্তার ◈ সৌদি আরবে ঈদুল আজহার তারিখ ঘোষণা ◈ সরকার ও রাজনৈতিকদলগুলো দুই মেরুতে, কোন দিকে যাচ্ছে ক্ষমতার রাজনীতি ◈ প্রধান উপদেষ্টার জাপান সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ,  ১ বিলিয়ন ডলারের সহায়তার ঘোষণা আসবে  প্রত্যাশা করছি ◈ সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রুপরেখার সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ হয়েছে বিএনপি ◈ ‘এবারের হজযাত্রার এক অলৌকিক ঘটনা’ ◈ বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক, আনচেলত্তি ব্রা‌জি‌লের কোচ হিসা‌বে বছ‌রে বেতন পা‌বেন ১০৮ কো‌টি টাকা!

প্রকাশিত : ২৭ মে, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক, আনচেলত্তি ব্রা‌জি‌লের কোচ হিসা‌বে বছ‌রে বেতন পা‌বেন ১০৮ কো‌টি টাকা!

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বে  সফল কোচ‌দের একজন কার্লো আনচেলত্তি আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেছেন।  ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত (১৪ মাসের জন্য) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ইতালিয়ান এই কোচ।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম 'ও গ্লোবো' বলছে, আনচেলত্তির বার্ষিক বেতন প্রায় ৫০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা), যা তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া জাতীয় দলের কোচে পরিণত করেছে। তবে আগে 'বিইন স্পোর্টস' বলেছে, বার্ষিক বেতনের পরিমাণ ১১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি টাকার বেশি)।

চুক্তির আওতায় আনচেলত্তি প্রতি মাসে প্রায় ৪ মিলিয়ন রিয়াল (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটি টাকার বেশি) বেতন পাবেন। এছাড়া ব্রাজিল যদি তার অধীনে বিশ্বকাপ জেতে, তাহলে ৫ মিলিয়ন ইউরো (প্রায় ৭০ কোটি টাকা) অতিরিক্ত বোনাস পাবেন তিনি।

আরও রয়েছে ব্যক্তিগত জেট ব্যবহারের সুযোগ এবং রিও দে জেনেইরোতে একটি বিলাসবহুল ভিলার ভাড়া বহনের শর্ত।
এদিকে রোববার রিওতে নামার পর সোমবারই আনচেলত্তি তার প্রথম স্কোয়াড ঘোষণা করেন, আগামী ৫ ও ১০ জুন ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য।

এই দায়িত্বে তিনি দরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ১৪ মাস দায়িত্বে থাকার পর গত মার্চে বরখাস্ত হন।

-- কে এই কার্লো আনচেলত্তি? --

ফুটবল ইতিহাসে সর্বাধিক সম্মানিত কোচদের একজন আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৪ সালের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসার পরই তিনি ব্রাজিল দায়িত্বে যোগ দিলেন। রিয়ালের হয়ে তিনি জিতেছেন:

৩টি চ্যাম্পিয়ন্স লিগ (২০১৪, ২০২২, ২০২৪)
২টি ক্লাব বিশ্বকাপ (২০১৪, ২০২২, ২০২৪)
২টি লা লিগা (২০২২, ২০২৪)

তিনি একমাত্র কোচ, যিনি ইউরোপের পাঁচটি শীর্ষ লিগেই চ্যাম্পিয়ন হয়েছেন:

সিরি আ (২০০৪, এসি মিলান)
প্রিমিয়ার লিগ (২০১০, চেলসি)
লিগ আঁ (২০১৩, পিএসজি)
বুন্ডেসলিগা (২০১৭, বায়ার্ন মিউনিখ)
লা লিগা (২০২২ ও ২০২৪, রিয়াল মাদ্রিদ)

  • সর্বশেষ
  • জনপ্রিয়