শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিদিন ১টি করে গাজর খাওয়ার অসাধারণ উপকার সম্পর্কে জানুন

গাজরের হালুয়া খেতে দারুণ মজাদার। শুধু কী তাই? গাজরের স্যুপ, সালাদ কিংবা জুসের পাশাপাশি কাঁচা গাজর চিবিয়ে খেলেও স্বাদের পাশাপাশি মিলবে চমৎকার সব পুষ্টি উপাদান। বিটা ক্যারোটিন, ভিটামিন এ, ভিটামিন কে১, পটাশিয়াম, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টসহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে। শীতকালীন এই সবজিটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। প্রতিদিন একটি গাজর খেলে কোন কোন উপকার পাবেন জেনে নিন। 


⏩ গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, বিশেষ করে দ্রবণীয়  ফাইবার, যা স্বাস্থ্যকর হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখার জন্য ফাইবার অপরিহার্য। প্রতিদিন গাজর খেলে সুস্থ হজমশক্তি বজায় রাখতে পারবেন এবং পেট ফাঁপা ও বদহজমের মতো হজমজনিত সমস্যা প্রতিরোধ করা সম্ভব হবে। গাজরে থাকা উচ্চ জলীয় উপাদান হাইড্রেশন বজায় রাখতেও সাহায্য করে।  

⏩ গাজর আমাদের চোখ ভালো রাখে। এতে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে, যা শরীর ভিটামিন এ-তে রূপান্তরিত করে। ভিটামিন এ সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে কম আলোতে। নিয়মিত গাজর খেলে রাতকানা রোগ থেকে চোখ রক্ষা পাওয়া সম্ভব হয়। বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকিও কমাতে পারে গাজর।

⏩ যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে খাদ্য তালিকায় রাখুন গাজর। এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার এবং পানির পরিমাণ বেশি। ফলে গাজর অনেকক্ষণ পেট ভরিয়ে রাখতে পারে। যেহেতু গাজরের স্বাদ স্বাভাবিকভাবেই মিষ্টি, তাই এটি স্বাস্থ্যকর উপায়ে চিনিযুক্ত খাবারের আকাঙ্ক্ষাও মেটাতে পারে।

⏩ নিয়মিত গাজর খেলে হৃদরোগের ঝুঁকি কমে। গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং ফাইবার কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। গাজর পটাশিয়ামেরও একটি ভালো উৎস, যা সোডিয়ামের নেতিবাচক প্রভাবের ভারসাম্য বজায় রেখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। 

⏩ গাজর অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস। গাজরে ভিটামিন কে, ভিটামিন সি, পটাসিয়াম এবং ফাইবারসহ আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে, যা আমাদের শরীর ভালো রাখে। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়