শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২২, ০৫:২২ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২২, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘণ্টায় করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনা

শাহীন খন্দকার: স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৯০২জন। এপর্যন্ত শনাক্ত হয়েছে সর্বমোট ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জন। ২৪ ঘন্টায় মারা যাওয়া ২ জনসহ এপর্যন্ত মারা গেছেন, ২৯হাজার ১৬২জন। 

গত ২৪ ঘন্টায় সুস্থ ৩০৭ জনসহ এপর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ২৯৭ জন। শনাক্তের হার দাড়িয়েছে ১৫ দশমিক ৫৩ শতাংশ এপর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ , মৃত্যুর হার ১দশমিক ৪৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাসায় করোনায় সংক্রমিত হয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৬২ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৩৪৮ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২৪৬ জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১কোটি ৪৩ লাখ ৮০ হাজার ৯৭৭ জনের। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০দিন পরেই ১৮ মার্চ করোনায় সংক্রমিত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়