দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। এ ঘটনায় বিমানটির ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী।
মঙ্গলবার (১৬ সেপ্টেস্বর) রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের দুবাই স্টেশনের ম্যানেজার জাহিদুল ইসলাম।
তিনি বলেন, উড্ডয়নের আগে বিমানের যাত্রীদের নিরাপত্তার জন্য নিয়মিত পরিদর্শনকালে বিমানটিতে ত্রুটি ধরা পড়ে। এরপর বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে।
জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় আটকা পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া ভিসাজনিত জটিলতায় তিনজনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে। যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করেছে বিমান।
তিনি আরও জানান, বুধবার রাতে ঢাকা থেকে একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাই পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই বিমানটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বোয়িং ৭৮৭-৮ মডেলের বিজি-২৪৮ ফ্লাইটটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।
বিমানের দুবাই স্টেশন ম্যানেজার জানান, রাত দেড়টার দিকে প্রয়োজনীয় ত্রুটি সারানোর পর বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসতে পারে। সূত্র: কালবেলা