শিরোনাম
◈ আইন সংশোধন, নতুন ভোটার অন্তর্ভুক্তি ও প্রশিক্ষণে আটকে নির্বাচন পরিকল্পনা ◈ খামেনির বিরুদ্ধে ইসরায়েলের হত্যাযজ্ঞ পরিকল্পনা বন্ধ করলেন ট্রাম্প? ◈ ডিজিটাল বাংলাদেশে নতুন মাইলফলক: সার্টিফিকেট সত্যায়ন এখন অনলাইনেই (ভিডিও) ◈ রাতের আকাশে আগুন! ইরানের ক্ষেপণাস্ত্রে কাঁপছে ইসরায়েল ◈ ইসরায়েলে আঘাত করা ইরানি ক্ষেপণাস্ত্র নিয়ে যা জানা গেল ◈ অধ্যাপক ইউনূসের যুক্তরাজ্যে 'সরকারি সফর' থেকে কী অর্জন হলো ◈ ইরানে বিদ্রোহের ইঙ্গিত সাবেক যুবরাজ রেজা পাহলভির: ইসরায়েল-যুদ্ধ পরবর্তী ‘রেজিম চেঞ্জ’ পরিকল্পনার আভাস ◈ ভুটানসহ আরও ৩৬ দেশের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে, বাকি দেশ গুলোর নাম হলো ◈ ইরানে ইসরায়েলের হামলার আসল কারণ যা জানাগেল! ◈ ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করলেন, উপাচার্য বিএসএমএমইউ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীন সুপার স্পেশালাইজড হাসপাতালে  শিগগিরই দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক, প্রশিক্ষক নিয়োগ সিনিয়র চীফ কনসালটেন্ট, চীফ কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, কনসালটেন্ট এর মতো বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্টদের দ্রুত তাগিদ দিয়েছেন,বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক।

[৩] এছাড়া প্রয়োজনীয় সংখ্যক নার্স নিয়োগ, ক্লিনার নিয়োগের বিষয়টিও আলোচিত হয়। বৈঠকে প্রয়োজনীয় সংখ্যক যন্ত্রপাতির ব্যবস্থা করা, উন্নতমানের ফার্মেসীর ব্যবস্থা, কিচেন, ক্যান্টিনসহ নানাবিধ বিষয় আলোচিত হয়। আন্তর্জাতিক মান বজায় রেখে সুপার স্পেশালাইজড হাসপাতাল যাতে পূর্ণাঙ্গরূপে চালু করা যায় সে লক্ষ্যেই নববর্ষ ছুটির মাঝে তিনি এই বৈঠক করেন।

[৪] বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দের ছুটির দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। তিনি আজ রবিবার (১লা বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ইংরেজি ১৪ এপ্রিল ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন এবং পরে পরিচালক  অফিসে দীর্ঘ সময় চিকিৎসকদেও সঙ্গে বৈঠক করেন। 

[৫] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনের সময় উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক এর সঙ্গে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাহউদ্দীন শাহ, পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

[৬] বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রী, কর্মকর্তা, নার্স, কর্মচারী এবং শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত  উপাচার্য অধ্যাপক ডা. দীন মোঃ নূরুল হক। সম্পাদনা: কামরুজ্জামান

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়