শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃদ্ধি পাবে রাত ও দিনের তাপমাত্রা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বুধবার বিকেল ৪টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া বাকি ছয় বিভাগে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 

[৩] আবহাওয়া অধিদপ্তর জানায়, এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সপ্তাহখানেক আগে হঠাৎ তাপমাত্রা এ সময়ের স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল, পরে আবার কমতে শুরু করেছে; এরপর দুই-এক দিন কমছে আবার বাড়ছে এমনটাই চলছে।

[৪] আবহাওয়াবিদদের বক্তব্য, এটা দক্ষিণের বাতাসের সঙ্গে উত্তুরে শীতের বাতাসের ‘টানাপোড়েন’। এ সময়ে এটাই হওয়া স্বাভাবিক। আর এখন যেমন একটা শীত শীত ভাব, এটা কাটিয়ে গরম ভাব শুরু হতে আরও অন্তত ১০ দিন লাগবে।

[৫] তারা বলছেন, আগামী রোববারের দিকে আবার তাপমাত্রা বাড়তে পারে। সে সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে দুই-এক দিন। বৃষ্টিও হতে পারে।

[৬] এছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে বৃহস্পতিবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়