জুবাইদা আহমেদ: [২] এর আগে অবশ্য সোমবারই চেন্নাই মিগজাউমের তাণ্ডব দেখেছে। মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করে মিগজাউম। অন্ধ্রের নেল্লোর এবং মছিলিপত্তনমের মাঝামাঝি জায়গা দিয়ে ঘূর্ণিঝড় ভূভাগে প্রবেশ করছে। এর প্রভাবে অন্ধ্র উপকূলে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে সর্বোচ্চ ১১০ কিমিতে। উত্তাল সমুদ্রে দেড় ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সূত্র: দ্য ওয়াল
[৩] ইতিমধ্যেই উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার অন্ধ্র উপকূলের প্রায় সর্বত্রই মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। যার মধ্যে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। প্রবল বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কায় প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনী। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকেও সতর্ক করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোলরুম। উপকূলবর্তী এলাকার মানুষদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে।
জেএ/জেএ