জেরিন আহমেদ: [২] দেশে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে। তবে উত্তর ও মধ্যাঞ্চলে কিছুটা বৃষ্টি রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার থেকে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। সূত্র:প্রেস বিজ্ঞপ্তি
[৩] মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন। রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কিছুটা বৃষ্টি ছিল। এসময় সবচেয়ে বেশি ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। এছাড়া মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল খুলনায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
[৪] বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
[৫] আজ বৃহস্পতি ও শুক্রবারও চট্টগ্রামের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, পরবর্তী পাঁচদিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
[৬] অন্যদিকে মৌসুমের প্রথম ঘন কুয়াশায় চট্টগ্রাম বন্দরে নৌযান ও চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় দুই থেকে চার ঘণ্টা দেরি হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উপসংরক্ষক ক্যাপ্টেন ফরিদুল আলম জানিয়েছেন, সকাল ৭টায় সাতটি জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার সিডিউল থাকলেও তীব্র কুয়াশার কারণে ২ ঘণ্টা পরে সকাল ৯টায় সেগুলো একে একে বন্দর ছেড়ে যেতে শুরু করে। সূত্র: ডেইলি স্টার
জেএ/জেএ