জেরিন আহমেদ: কিছুদিন ধরেই রাজধানীসহ প্রায় সারাদেশে বইছে তাপপ্রবাহ। বৃহস্পতিবার (৮ জুন) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হয়েছে। এতে অবশ্য খুব একটা স্বস্তি মেলেনি গরম থেকে। রাজধানীর আকাশ মেঘলা থাকায় গুমোট আবহাওয়ায় রয়ে গেছে অস্বস্তি।
কিছু দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। তীব্র গরমে কষ্ট পাচ্ছে রাজধানীসহ সারাদেশের মানুষ। টানা গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।
বুধবার (৭ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল রাজশাহীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবারই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। ঢাকায়ও বৃষ্টি হবে বলে জানিয়েছিল সংস্থাটি। বুধবার ঢাকার আকাশ কিছুটা মেঘলা ছিল। এদিন রাজধানীর উত্তর অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে।
জেএ/জেএ