জেরিন আহমেদ: তাপমাত্রা বিষয়ক ওয়েবসাইট এলডোরাডো ওয়েদার ডটকমের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাউকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল নাইজারের টিলাবেরি শহরে।
তবে সেটিকে তালিকার দ্বিতীয় স্থানে রেখেছে এলডোরাডো ওয়েদার। তৃতীয় স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদের নজামেনা শহর। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। চতুর্থ স্থানে থাকা সেনেগালের মাতাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া তালিকার পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের জলগাঁও। শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। নাইজারের দ্বিতীয় শহর হিসেবে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে গৌরে। শহরটিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
সপ্তম, অষ্টম, নবম স্থানগুলোতে রয়েছে পশ্চিমা আফ্রিকার তিন দেশের তিন শহর- মালির মপ্তি শহরে ৪৪ দশমিক ৫, নাইজারের বির্নি-এন’কনিতে ৪৪ দশমিক ৪ ডিগ্রি এবং বুরকিনা ফাসোর উয়াহিগুয়া শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দশম স্থানে রয়েছে ভারতের আরেকটি শহর বল্লভ বিদ্যানগর। গত ২৪ ঘণ্টায় গুজরাট রাজ্যের শহরটিতে সর্বোচ্চ ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
জেএ/এসবি২