শিরোনাম
◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে ◈ ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে কেন আসছে ৭১-এর মুক্তিযুদ্ধের কথা? ◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান 

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩, ০৪:৪৩ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৩, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সাফারি পার্কে গুরুতর অসুস্থ আরেকটি বাঘ 

বাঘ 

এ এইচ সবুজ, গাজীপুর: শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি বাঘ প্রায় দেড়মাস ধরে গুরুতর অসুস্থ। বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রেখে অসুস্থ ওই বাঘের চিকিৎসা চলছে। এদিকে অসুস্থতার কারণ বয়সজনিত বলে জানিয়েছেন সাফারি পার্কের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন সংরক্ষক ও প্রকল্প পরিচালক ইমরান আহমেদ। এর আগে গত বছরের জানুয়ারিতে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছিল।

ইমরান আহমেদ বলেন,সোমবার পার্কে গিয়ে বাঘটিকে দেখে এসেছি। প্রাণী চিকিৎসকদের উচ্চপর্যায়ের একটি দলের চিকিৎসকদের পরামর্শে এটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অসুস্থতার কারণ বয়সজনিত। বয়স বেশি হওয়ায় অনেকগুলো শারীরিক সমস্যা দেখা দিয়েছে বলে চিকিৎসকরা পার্ক কর্তৃপক্ষকে জানিয়েছেন। অসুস্থ হওয়ার পর থেকে বাঘটি খাবার গ্রহণ কমিয়ে দেয়। একপর্যায়ে খাবার গ্রহণ বন্ধ করে দেয়। তবে সোমবার গিয়ে দেখেছি, বাঘটি খাবার গ্রহণ করছে।

এ বিষয়ে সাফারি পার্কের বন্য প্রাণী পরিদর্শক মো. আনিসুর রহমান বলেন, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েকটি বাঘ আনা হয়েছিল এই পার্কে। তাদের মধ্যে একটি বাঘ গত ৬ ফেব্রুয়ারি থেকে গুরুতর অসুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা করানো হচ্ছে। অসুস্থ হওয়ার পর থেকে অল্প অল্প খাবার খেলেও ৭ মার্চ থেকে খাবার খাওয়া বন্ধ করে দেয়। বর্তমানে এটি কোন ধরণের খাবার খাচ্ছে না।

তিনি আরো বলেন, বিশেষজ্ঞ বন্য প্রাণী চিকিৎসকরা পরীক্ষা করে দেখেছেন বাঘটি ট্রিপোনোসোমিয়াসিস, লিভারের রোগ ও যক্ষা রোগে আক্রান্ত। বর্তমানে এটি কোনও খাবার খাচ্ছে না। এখন সাফারি পার্কে বিরল প্রজাতির একটি সাদা রঙের রয়েল বেঙ্গল টাইগারসহ মোট ৯টি বাঘ রয়েছে। তাদের মধ্যে ছয়টি স্ত্রী ও তিনটি পুরুষ।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগে অসুস্থ বাঘটির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং গুরুত্ব দিয়ে চিকিৎসা চলছে। চিকিৎসাধীন অবস্থায় বাঘটির স্বাস্থ্যের অবস্থা ক্রমান্বয়ে সংকটাপন্ন হচ্ছে। সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরো জানা যায়, ২০২২ সালের জানুয়ারিতে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছিল। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়