শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:২৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপে ৮ রিসোর্ট নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন

রিসোর্ট নির্মাণ বন্ধ

জিয়াবুল হক: কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করে টেকনাফ উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৬ ও ২৭ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়াগাছ সংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। এছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদফতর।

এব্যাপারে সেন্টমার্টিন দ্বীপে কর্মরত পরিবেশ অধিফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ইদানিং দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে আরও ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষার্থে কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়