ঢাকায় কুয়াশা আগের দিনের তুলনায় কিছুটা কম থাকলেও কমেনি শীতের তীব্রতা। শীতের কামড়ে বিপর্যস্ত জনজীবন, বিশেষ করে ভোগান্তিতে পড়েছে শিশু ও বয়স্করা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি অব্যাহত থাকতে পারে।
এছাড়া আজ সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে।
সংস্থাটি বলছে, বাতাসে অস্বাস্থ্যকর উপাদানের কারণে ঠান্ডা বেশি তীব্র হয়ে উঠছে। সকালে সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসে কাঁপছে নগরবাসী। জানুয়ারি মাসজুড়েই এমন আবহাওয়া বিরাজ করবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।