শিরোনাম
◈ ১১ দলের আসন সমঝোতার যৌথ সংবাদ সম্মেলন স্থগিত ◈ সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধে অচল সায়েন্সল্যাব (ভিডিও) ◈ চলন্ত ট্রেনের বন্ধ দরজা থেকে ছিটকে পড়লো ঝুলন্ত হকার! ভিডিও ভাইরাল: চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ ◈ আইন-শৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য নির্বাচনের দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন, এক দিনও এদিক–সেদিক নয়: প্রধান উপদেষ্টা ◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে?

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০১:২৪ রাত
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন দ্বীপে ৮ রিসোর্ট নির্মাণ বন্ধ করে দিল প্রশাসন

রিসোর্ট নির্মাণ বন্ধ

জিয়াবুল হক: কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে পরিবেশ অধিদফতর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৮টি পর্যটন রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদের নেতৃত্বে পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করে টেকনাফ উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় ছিল ট্যুরিস্ট পুলিশ।
পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ২৬ ও ২৭ জানুয়ারি এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানকালে সেন্টমার্টিন এলাকার কেয়াগাছ সংলগ্ন রিসোর্টের মালিকদের জীববৈচিত্র্য রক্ষার ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়। কেয়াবনের যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে তাঁদের সতর্ক করা হয়। এছাড়া কচ্ছপের প্রজনন এলাকা নিরাপদ রাখার জন‍্য উপকূলে রাতের বেলায় সব ধরনের বাতি বন্ধ রাখতে বলেছে পরিবেশ অধিদফতর।

এব্যাপারে সেন্টমার্টিন দ্বীপে কর্মরত পরিবেশ অধিফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম জানান, ইদানিং দ্বীপে অবৈধভাবে রিসোর্ট নির্মাণ আবারও বেড়ে গেছে। গত সপ্তাহে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে আরও ৯টি অবৈধ রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়াও জীববৈচিত্র্য রক্ষার্থে কেয়াগাছসংলগ্ন রিসোর্টের মালিকদের কেয়াবনের কোনো প্রকার ক্ষতি না করার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়