শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় রয়েছে হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ১১:৪৮ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জয়পুরহাটে পতিত জমিতে আম চাষ

মতলুব হোসেন, জয়পুরহাট: ঝোপ-ঝাড়ে ভরা দীর্ঘদিন ফসলহীন পরিতক্ত জমি পরিস্কার করে প্রায় দেড়’শ বিঘার আম বাগান করেছে ঔষধ কোম্পানির একজন রিপ্রেজেন্টিভ। জমিগুলো অল্প টাকায় লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির আমের চারা রোপন করেন তিনি। প্রথম দু’বছর বাগানে তেমন আম না ধরলেও এ বছর গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে আম। অতিরিক্ত জঙ্গলের কারনে এক সময় যেখানে মানুষ চলাচল করত না সেখানের গড়ে ওঠা বিশাল আমের বাগান দেখতে ও ঘুড়তে আসে অনেকেই। বাগানের আম বিক্রয় করে নিজে যেমন লাভবান হচ্ছেন অপরদিকে অনেক লোকের সৃষ্টি হয়েছে কর্মসংস্থান।

আইয়ুব আলী ঔষধ কোম্পানিতে চাকুরী করার সুবাদে দীঘদিন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘোরেন। এরই সুবাদে উপজেলার মহিপুর মাওলানা ভাসানী সরকারি কলেজের পূর্ব-পাশে বেতগাড়ি এলাকার বিশাল জঙ্গলের পতিত জমি লিজ নিয়ে গড়ে তোলেন আমের বাগান। একাধিক জমির মালিক বলেন, অতিরিক্ত ঝোঁপ-জঙ্গলের কারনে জমিগুলো বছরের পর বছর পরিতক্ত ছিল। পরিস্কার করার অভাবে কোন ফসল করা হতো না। গাছ সহ ১২ বছর পর জমি ফেরত দেওয়ার শর্তে অল্প টাকায় জমিগুলো লিজ দেওয়া হয়েছে। 

বাগান মালিক আইয়ুব বলেন, জমির জঙ্গল পরিস্কার, চারা ক্রয় ও রোপন, সার-কীটনাশক, শ্রমিক খরচ, বাগান ঘেরা ও লিজ বাবদ মোট অর্ধ-কোটি টাকা খরচ হয়। তিনি আরো বলেন, বমর্তানে বাগানে আম রুপালী, বারিফোর, চোষা, হাড়িভাঙ্গা, কাটিমন, ব্যানানা ও সূর্যমুখী সহ বিভিন্ন জাতের আম আছে। প্রথমে তেমন আম না ধরলেও এ বছর প্রচুর আম ধরেছে। বাগানের ম্যানেজার আতোয়ার হোসেন বলেন, বাগানের অর্ধেক গাছের আম বিক্রয় করা হয়েছে। ৩ টন বহনের ট্রাকে করে এ পর্যন্ত ২০ গাড়ি আম বিক্রয় করা হয়েছে আরো ৩০ গাড়ির মত আম গাছে আছেই। গাড়ি প্রতি ৭০-৭৫ হাজার টাকায় আম বাগান থেকে পাইকারি বিক্রয় করা হচ্ছে বলেও জানান তিনি। 

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, প্রতিনিয়ত আমরা বাগান পরিদর্শন ও পরামর্শ দিয়ে যাচ্ছি। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়