শিরোনাম
◈ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড ◈ জুলাই গণঅভ্যুত্থানের ১০৬ মামলায় চার্জশিট দিল পুলিশ ◈ ফিফা আরব কাপ, স্বাগ‌তিক কাতারকে একমাত্র গোলে হারালো ফিলিস্তিন ◈ দেশে ফিরলে তারেক রহমানও কী এসএসএফ নিরাপত্তা পাবেন? ◈ সাকিব ও মোস্তাফিজ আইপিএলের নিলামের তালিকায় ◈ বেগম জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ গুমের সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি ◈ নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি চালু: গ্রাহকদের টাকা উত্তোলনের বিষয়ে যা জানা গেল ◈ জানা গেল জাতীয় নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ, চূড়ান্ত হবে রোববার ◈ বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৫ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রকাশ্যে শয়তানের একঝলক   

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বাইরে ঝুম বৃষ্টি। পুলিশ কন্ট্রোল রুমের নম্বরে হঠাৎ নারীর কল। আতঙ্কিত ও কাঁপাকাঁপা কণ্ঠে তিনি বলছেন, ‘দয়া করে আমাদের বাঁচান। একটি লোক জবরদস্তি আমাদের ঘরে ঢুকে পড়েছে। সে আমার মেয়েকে জিম্মি করে আমাদের ভয় দেখাচ্ছে। প্লিজ আমাদের বাঁচান।’ এ সময় ফোনের অপর প্রান্ত থেকে তার পরিচয় জানতে চাওয়া হলে তিনি কোনো উত্তর দেওয়ার আগেই কেটে যায় কল। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] উপরের গল্পটি বলিউড অভিনেতা অজয় দেবগনের মুক্তি প্রতিক্ষিত ‘শয়তান’ সিনেমার ট্রেলারের। ২ মিনিট ২৬ সেকেন্ডের এ ট্রেলারে শুরুতেই এমন ভয় দেখানো হয়েছে দর্শকদের। এ ছাড়া পুরো ট্রেলারজুড়েই ছিল ভৌতিক এক আতঙ্ক। তাই ধারণা করা হচ্ছে ভয়ংকর এক শয়তানকে নিয়ে আগামী ৮ মার্চ প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন অজয় দেবগন। সূত্র: বলিউড হাঙ্গামা

[৪] ট্রেলারে একটি রহস্যময় চরিত্রে উপস্থিত হতে দেখা গেছে অভিনেতা ও নির্মাতা আর মাধবনকে। যে অজয়ের ঘরে প্রবেশের পর থেকেই তার মেয়ে মাধবনের নিয়ন্ত্রণে চলে যায়। মাধবন যা বলে তাই করতে থাকে সে। একপর্যায়ে মা-বাবাকে খুন করার চেষ্টা করতেও দেখা যায় তাকে। এমন একটি পারিবারিক হরর ঘটনাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘শয়তান’।

[৫] সিনেমাটি পরিচালনা করেছেন বলিউড নির্মাতা বিকাশ ভাল। প্রযোজনার দায়িত্বে আছে জিও স্টুডিও, দেবগন ফিল্মস ও প্যানোরোমা স্টুডিও। অজয় দেবগন ও আর মাধবন ছাড়াও সিনেমায় অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা এবং মেয়ের চরিত্রে অভিনয় করেছেন জানকি বদিওয়ালা। সম্পাদনা : কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়