শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেন তোমরা বিয়ে করেছিলে?’ সানিয়া-শোয়েবকে প্রশ্ন শাহরুখ খানের

সানিয়, শোয়েব ও শাহরুখ খান

ইকবাল খান: [২] সানিয়া মির্জা এবং শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। বলিউড তারকার প্রশ্ন ছিল, কেন তারা বিয়ে করেছিলেন? পুরনো একটি ভিডিও হঠাৎ করেই আবার প্রচারে। 

[৩] আনন্দবাজার জানায়, ২০ জানুয়ারি শোয়েব হঠাৎ করে তার এবং সানা জাভেদের বিয়ের খবর সমাজমাধ্যমে জানান। পরে সানিয়ার পরিবারও জানায় যে, ভারতীয় টেনিস তারকা এবং শোয়েবের কিছু মাস আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে। 

[৪] ২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তারা। শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, ‘কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?’

[৫] এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, ‘শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।’ এর পর শাহরুখকে সানিয়া বলেন, ‘আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।’ একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তর বলেন, ‘কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।’

[৬] শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নীচে লিখতে দেখা যায়, ‘সানিয়ার জন্য খারাপ লাগছে।’ কেউ লেখেন, ‘আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।’ অনেকে লেখেন, ‘লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।’

আইকে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়