শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৪, ১২:৪২ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কেন তোমরা বিয়ে করেছিলে?’ সানিয়া-শোয়েবকে প্রশ্ন শাহরুখ খানের

সানিয়, শোয়েব ও শাহরুখ খান

ইকবাল খান: [২] সানিয়া মির্জা এবং শোয়েব মালিককে প্রশ্ন করেছিলেন শাহরুখ খান। বলিউড তারকার প্রশ্ন ছিল, কেন তারা বিয়ে করেছিলেন? পুরনো একটি ভিডিও হঠাৎ করেই আবার প্রচারে। 

[৩] আনন্দবাজার জানায়, ২০ জানুয়ারি শোয়েব হঠাৎ করে তার এবং সানা জাভেদের বিয়ের খবর সমাজমাধ্যমে জানান। পরে সানিয়ার পরিবারও জানায় যে, ভারতীয় টেনিস তারকা এবং শোয়েবের কিছু মাস আগে বিচ্ছেদ হয়ে গিয়েছে। 

[৪] ২০১০ সালে সানিয়া এবং শোয়েবের বিয়ে হয়েছিল। সেই বছরের জানুয়ারি মাসে তাদের আলাপ হয়। এপ্রিল মাসে বিয়ে করেন তারা। শাহরুখ এক অনুষ্ঠানে সানিয়া এবং শোয়েবকে জিজ্ঞেস করেছিলেন, ‘কেন এত তাড়াতাড়ি বিয়ে করেছিলে তোমরা?’

[৫] এই প্রশ্নের উত্তরে সানিয়া হাসতে হাসতে বলেন, ‘শোয়েবের অনেক গুণ আছে। কিন্তু ও খুব লাজুক। বেশি কথা বলে না।’ এর পর শাহরুখকে সানিয়া বলেন, ‘আপনি ওকে একটু কথা বলতে শিখিয়ে দেবেন।’ একই প্রশ্ন শোয়েবকেও করেন শাহরুখ। পাক ক্রিকেটার উত্তর বলেন, ‘কোনও কিছু ভাবার আগেই বিয়ে হয়ে গিয়েছিল আমাদের।’

[৬] শোয়েবের উত্তর খুব একটা ভাল লাগেনি ভক্তদের। অনেককেই ওই ভিডিওর নীচে লিখতে দেখা যায়, ‘সানিয়ার জন্য খারাপ লাগছে।’ কেউ লেখেন, ‘আমি পাকিস্তানের হয়েও সানিয়াকে সমর্থন করি।’ অনেকে লেখেন, ‘লাজুক হলেও তিনটে বিয়ে করে নিয়েছে ঠিক।’

আইকে/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়