শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সালমান,অনিল ও শত্রুঘ্ন

চঞ্চল পাল, কলকাতা: [২] সালমান খানের হাত ধরে শুভ সূচনা হয়ে গেল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের ছবি উৎসবে গরহাজির দিদির প্রিয় পাত্র শাহরুখ খান এবং বাংলার জামাইবাবু অমিতাভ বচ্চন। 

[৩] এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন সালমন খান। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ছবি উৎসবের সূচনা  করেন দাবাং খান। পাশে ছিলেন সোনাক্ষী সিনহা।

[৪] এদিন ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাঁদের হাট। বলিউডের একঝাঁক তারকা হাজির দিদির ডাকে। অন্যদিকে গোটা টলিউড ছিল এক ছাদের তলায়। বিশেষ অতিথির তালিকায় সালমান-সোনাক্ষীর পাশে দেখা মেলে অনিল কাপুর, মহেশ ভাট, তিগমাংশু ধুলিয়া, শত্রঘ্ন সিনহা, পালেভ লুঙ্গিন, অ্যাঞ্জেলা, লরেন্স কার্ডিস প্রমুখের।

[৫] টলিউডের সব রথী-মহারথীরই দেখা  মেলে মঞ্চে। দেব, মিমি, নুসরত,প্রসেনজিৎ,ঋতুপর্ণা সকলেই পৌঁছেছেন এদিন। বলিউড তারকাদের পাশাপাশি এদিন টলিগঞ্জের বর্ষীয়ান তারকা সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়দেরও সম্বর্ধনা জানানো হয় মঞ্চে। উঠে দাঁড়িয়ে সকলে কুর্নিশ জানায় দুই সিনিয়র অভিনেত্রীকে। তাঁদের বুকে টেনে  নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[৬] এদিন অল-ব্ল্যাক লুকে মঞ্চে হাজির সালমান। কালো শার্ট-ব্লেজার আর প্যান্টে দেখা  মেলে ভাইজানের। গোলাপি রঙের শরারায় ঝলমল করলেন সোনাক্ষী। এইবার ছবি উৎসবে মোট ৩৯টি দেশের ২১৯টি ছবি প্রদর্শিত হবে শহরের ২৩টি প্রেক্ষাগৃহে। 

[৭]  উদ্বোধনী অনুষ্ঠানের থালি গার্ল ছিলেন কৌশানি মুখোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে জুন মালিয়া ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। এদিন রাজ্য সঙ্গীত 'বাংলার মাটি বাংলার জল গান' গেয়ে শুরু হয় অনুষ্ঠান। 

[৭] এবারের উৎসবের ফোকাস কান্ট্রি- স্পেন। পাশাপাশি স্পেশ্যাল ফোকাস কান্ট্রি- অস্ট্রেলিয়া। উৎসবে শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দকে। 'সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা' দেবেন লরেন্স কার্দিশ। 

[৮] কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এইবারই 'বেঙ্গলি প্যানোরামা' বিভাগের ছবি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এবারও কিফের চেয়ারম্যান পদে রয়েছেন রাজ চক্রবর্তী। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে এদিন বিশ্বের নানান প্রান্তের নির্মাতা-নির্দেশক এবং সিনেমাপ্রেমীদের ছবি উৎসবে স্বাগত জানালেন দাদা। সম্পাদনা: সমর চক্রবর্তী

প্রতিনিধি/এসসি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়